





এবার বাংলাদেশের চলচ্চিত্র কর্মীরা প্রতিবাদী হয়ে ওঠেছেন ভারতীয় চলচ্চিত্র ‘কেলোর কীর্তি’ বাংলাদেশের






বিভিন্ন হলে প্রদর্শনের বিরুদ্ধে। এক্ষেত্রে বেশ সক্রিয় ওমর সানী। আন্দোলন নিয়ে জানতে চাইলে তিনি






বলেন, ‘আজ হবে সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী কর্মসূচির।’ গুঞ্জন শোনা যাচ্ছে, আপনি নাকি শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়াবেন, বিষয়টি কতটুকু সত্য? প্রশ্ন শুনে নিজেই অবাক হয়ে বলেন, ‘কেন সরে দাঁড়াবো? কার ভয়ে? কাদের ভয়ে সরে দাঁড়াবো? আমি যদি বেঁচে থাকি তবে নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করবো। নির্বাচন এখনো অনেক দেরি, তার আগেই সকল গণমাধ্যমকে অনুরোধ করছি এই ধরনের গুজব না ছড়ানোর।’
কয়েকটি টেলিভিশন চ্যানেল ওমর সানীর কাছে এসব বিষয়ে জানতে চাইলে তিনি সময় দেননি বলে জানা যায়। এ প্রসঙ্গে ওমর সানীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘সম্পূর্ণ বিষয়টি গুজব, নির্বাচন বিষয়টি নিয়ে আমার কাছে জানতে চাইলে আমি বলবো বিষয়টি পুরোপুরি মৌনতার। এর মানে এই নয় যে, আমি নির্বাচন করবো না বা সরে দাঁড়াচ্ছি। বিষয়গুলো নিয়ে অহেতুক জল ঘোলা করার কোনো দরকার আছে বলে মনে করি না।’