





আজ ১৯ জুলাই হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস। ২০১২ সালের ১৯ জুলাই বাংলাদেশ সময় রাত






সাড়ে এগারোটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্যের এই নক্ষত্র। আকাশচুম্বী জনপ্রিয়






এ লেখকের মৃত্যুতে পুরো দেশে শোকের ছায়া নেমে এসেছিলো, যা আজও তার লক্ষ-কোটি ভক্তদের অন্তর সে শোক ধারণ করছে।






হুমায়ূন আহমেদ বাংলা গদ্য সাহিত্যের পাশাপাশি দেশের নাটক, চলচ্চিত্রেও রেখেছিলেন অসামান্য অবদান। তাঁর সাথে বেশকিছু নাটক ও ছবিতে কাজ করার সুযোগ হয়েছিল অভিনেতা ফারুক আহমেদের। এক সাক্ষাৎকারে ফারুক বলেছিলেন বেশ কিছু মজার স্মৃতি।
তিনি বলেন, একবার ব্র্যাক ব্যাংক তাঁদের সব বড় বড় ক্লায়েন্টকে দাওয়াত দিয়েছে। সেখানে আমিও গেছি। গিয়ে দেখি হুমায়ূন ভাই (হুমায়ূন কাহমেদ)। তিনি আমাকে দেখে সবার সামনে জোরে জোরে বলতে থাকেন আরে ফারুক তুমি এইখানে, আমি তো ভাবছি তোমার কোনো টাকা-পয়সা নেই। তুমি বড় ক্লায়েন্টের মাঝে কিভাবে আসলে? সবাই হেসে ফেলল… আমি বললাম আপনে ভাবলে তো হবে না, আমার অনেক টাকা… ফারুক আহমেদের কি অনেক টাকা? এমন প্রশ্নের জবাবে বলেছিলেন, না না। আমার ব্যাংকের অ্যাকাউন্টই ছিল না। ইনভাইটেশন পাইছিল আমার বৌ। আমি তাঁর সাথে গেছিলাম।-কালের কণ্ঠ