Home / মিডিয়া নিউজ / সেই সারিকা আবারও ফিরলেন পর্দায়

সেই সারিকা আবারও ফিরলেন পর্দায়

বাংলাদেশের মডেলিং বা ছোটপর্দার যে ক’জন জনপ্রিয় মুখ ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন

মডেল অভিনেত্রী সারিকা। তিনি এতটাই আলোচিত ছিল যে, কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে

চায়ের আড্ডা, ড্র্ইংরুম কিংবা ডাইনিং টেবিলের আলোচনার কেন্দ্রবিন্দুতেও ছিলেন তিনি।

এই তো তিন বছর আগেও তিনি নিয়মিত ছিলেন টিভির পর্দায়। শুধু নিজের সৌন্দর্য্যগুণেই নয়, তার দাপুটে অভিনয় আর মনোমুগ্ধকর পারফরম্যান্সের কারণে তিনি ছিলেন এই বাংলাদেশের অনেকের প্রিয় একজন। তবে দীর্ঘদিন ধরে তিনি পর্দায় নেই। স্বামী-সন্তান-সংসার নিয়ে ব্যস্ত আছেন। তবে এই সংসারের ব্যস্ততাতেই তিনি এখন বেশ ভালো আছেন। তিনিও বলেন, স্বামী, সন্তান ও শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে সুখে আছি বেশ।

মিডিয়ায় সারিকা নেই। মডেলিং, উপস্থাপনা কিংবা অভিনয় কোনো কাজেই এখন খুঁজে পাওয়া যায় না এ তাকে। তবে দেশের অসংখ্য ভক্ত হৃদয়ে তিনি আছেন। এটাই সারিকার কাছে বড় প্রাপ্তি।

সারিকা বলেন, আমি আজকের সারিকা, সেটা শুধু ভক্তদের কারণেই। তাদের জন্য ভালোবাসা আর শ্রদ্ধা আমার সবসময় থাকবে। আমি জানি, ভক্ত দর্শক আমাকে খুব মিস করে। পর্দায় আমাকে দেখতে পায় না। কিন্তু তাদের মাঝে আমি সবসময় ছিলাম, থাকবো। মিডিয়ায় পুরোপুরি ফিরবো কি ফিরবো না সেটা এখনই বলতে পারবো না। তবে এটা ঠিক ভক্তদের জন্য মাঝে মধ্যেই আসবো।

এমন কথার প্রমাণও রাখতে যাচ্ছেন সারিকা। আগামী ২৪শে জুন একসঙ্গে ১৬টি চ্যানেলে দেখা যাবে তাকে। জনপ্রিয় অভিনেত্রী-নির্মাতা তানিয়া আহমেদের পরিচালনায় ‘লাক্স স্টাইল চেক’ নামের একটি অনুষ্ঠানে হাজির হবেন তিনি। আসছে ঈদকে কেন্দ্র করেই অনুষ্ঠানটি নির্মাণ করা হয়েছে।

মারিয়া নূরের উপস্থাপনায় অনুষ্ঠানটিতে অংশ নেয়া প্রসঙ্গে সারিকা বলেন, সত্যিই খুব ভালো লেগেছে এতে উপস্থিত হতে পেরে। দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। আশা করছি অনুষ্ঠানটি দর্শক দেখবেন।

এদিকে দীর্ঘ বিরতির পর এ অনুষ্ঠানের মাধ্যমে সারিকাকে পর্দায় দেখে অনেকের মনে হতে পারে এই বুঝি তিনি নতুন করে মিডিয়ায় নিয়মিত হয়েছেন। তাকে আবারও বিজ্ঞাপন-নাটকে দেখা যাবে। কিন্তু না, এখনই নয়। ফেরার ব্যাপারে এখনই কোনো পরিকল্পনা নেই তার।

সারিকা বলেন, এ অনুষ্ঠানে হাজির হয়েছি বলে এখনই ভাবার কোনো কারণ নেই যে, আমি নিয়মিত কাজ করছি। মেয়ে সাহরিশ এখনও অনেক ছোট। তাকে নিয়েই আমার এখনকার যত ব্যস্ততা। মেয়ে বড় না হওয়া পর্যন্ত এখনও মিডিয়ায় ফেরার ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত কথা জানাতে পারছি না। সংসার, মেয়ে সব সামাল দেয়ার পর সারাদিনে আর সময় থাকে না বললেই চলে।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *