Home / মিডিয়া নিউজ / ‘হাজার হাজার মানুষের পেটে লাথি মারছেন শাকিব’

‘হাজার হাজার মানুষের পেটে লাথি মারছেন শাকিব’

প্রায় দশ বছর পর আবারো চলচ্চিত্রে নিয়মিত হতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়ক রুবেল। এজন্য শরীর

ঠিক করছেন নিয়মিত জিম করে। এরইমধ্যে নিজেকে আগের সেই রুবেল রূপে তৈরিও করেছেন।

রুবেল এখন অভিনয় করছেন মিজানুর রহমান শামীম পরিচালিত ‘অপরাধ জগৎ’ ছবিতে। এছাড়াও

আগামী পহেলা জুন থেকে শামীমের ‘ফাঁসির আসামী’ নামে আরো একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ‘অপরাধ জগৎ’ ও ‘ফাঁসির আসামী’ ছবিতে রুবেলকে আগের মতো অ্যাকশন হিরোর চরিত্রেই দেখতে পাবে দর্শক।

রুবেল আবারো চলচ্চিত্রে ফিরছেন। তিনি নাকি নিয়মিতই অভিনয় করবেন। কারণ কি? এতোদিন কেনই বা তিনি অভিনয় থেকে দূরে ছিলেন? এসবের কারণ রুবেল নিজেই জানিয়েছেন।

‘এখন চলচ্চিত্রে চলছে শিল্পী সংকট। এভাবে আর কিছুদিন চলতে থাকলে চলচ্চিত্র নামক শিল্পটা চিরতরে বিলীন হয়ে যাবে। আর আমাদের শরীরে এক ফোটা রক্ত থাকতে চলচ্চিত্র বিলীন হয়ে যাবে সেটা তো হতে পারে না। তার থেকেও বড় কথা হলো- নুন খেয়েছি তাই নেমকহারামি করতে চাই না। রক্তের সঙ্গে মিশে আছে অভিনয়। সেখান থেকে বলতে গেলেও তো বলতে হয় রক্ত ছাড়া একজন মানুষ কিভাবে বাচতে পারে?’

দর্শক একজন নায়ককে দেখতে দেখতে অতিষ্ট হচ্ছেন। অন্য কোনো নায়ক সেভাবে উঠতে পারছেন না- কেনোইবা উঠতে পারছেন না। সেসব প্রশ্নেরও উত্তর দিয়েছেন রুবেল।

রুবেল বলেন, ‘একচেটিয়াভাবে শাকিব খান রাজত্ব করছেন। যার কারণে চলচ্চিত্রের অনেক ক্ষতি হচ্ছে বলে আমার মনে হয়। আমরা যখন অভিনয়ে নিয়মিত ছিলাম তখন আমাদের

মধ্যে একটা প্রতিদ্বন্ধীতা ছিল। আর এখন শাকিবের কোনো প্রতিদ্বন্ধীই নেই। কেনো শাকিবের প্রতিদ্বন্ধী নেই? কারণ শাকিব নিজেই তার কোনো প্রতিদ্বন্ধী হতে দেন না। রাজনীতি করে চলচ্চিত্রের বারোটা বাজিয়ে দিচ্ছেন শাকিব নিজেই। নিজের আখের গোছাতে হাজার হাজার মানুষের পেটে লাথি পারছেন শাকিব। শেষ পর্যন্ত ভারতীয় দাদাদের সাথে হাত মিলিয়ে আমাদের দেশের চলচ্চিত্রকে নি:শেষ করে দেওয়ার একটা ছক তৈরি করেছেন। এসব কারণেই আবারো চলচ্চিত্রে নিয়মিত হতে যাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘এখন চলচ্চিত্রে যেসব অনিয়ম চলছে এগুলো সমাধান করা মাত্র ছয় মাসের ব্যাপার। আমার হতে ক্ষমতা থাকলে যারা যারা এই অনিয়মের সাথে যুক্ত তাদের খবর ছিল।

আমি বিভিন্ন মিটিংয়ে সরাসরি এসব অনিয়মের বিরুদ্ধে কথা বলেছি এবং এখনো বলি। কিছুদিন আগে কাফনের কাপড় মাথায় দিয়ে মিছিল মিটিং করে বছর না পেরুতেই দাদাদের সাথে হাত মেলালেন শাকিব। কেনোরে ভাই? নিজের চিন্তাটাই করলেন? হাজার হাজার মানুষ যে এই চলচ্চিত্রের দিকে তাকিয়ে আছেন তাদের জীবিকা নির্বাহের একমাত্র স্থানটাকে কেনো আপনারা কয়েকজন মিলে দাদাদের হাতে তুলে দিতে যাচ্ছেন? এসব প্রশ্নের উত্তর ঠিকই দিতে পারি কিন্তু হাত যে বাঁধা। তাইতো বললাম মাত্র ছয় মাস ক্ষমতা পেলে বুঝিয়ে দিতাম কতো ধানে কতো চাল।’ -ঢালিউড

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *