Home / মিডিয়া নিউজ / কণ্ঠশিল্পী আসিফের লিডার কে, আপনি কি জানেন তা?

কণ্ঠশিল্পী আসিফের লিডার কে, আপনি কি জানেন তা?

বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী আসিফ আকবর। যার ভক্ত-শ্রোতা নগর থেকে

প্রান্তিক পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে। তিনি বাংলাদেশের সংগীতাঙ্গনে এতটাই জনপ্রিয়তা পেয়েছেন, যা সত্যি বিরল।

সেই জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ এবার লিখেছেন নারী দিবস নিয়ে। কি লিখেছেন তিনি? তাহলে আসুন জেনে নিই তার লেখা থেকেই।

‘ইন্ডাষ্ট্রিতে কাজ করি অন্তঃত দেড় যুগ। সফলতা ব্যর্থতার মধ্যে দিয়েই ক্যারিয়ার চলছে। গান গাওয়ার বাইরেও অনেক কিছু করতে হয় আমাদের।

বিশেষ করে যখন কোনও শিল্পী অসুস্থ এবং অসহায় হয়ে পড়েন, তখন আমরা চেষ্টা করি তার পাশে দাঁড়ানোর।

আঁখি আলমগীর। শিশুশিল্পী হিসেবে ‘ভাত দে’ ছবিতে জাতীয় পুরস্কার পেয়েছে ছোট বেলাতেই। আমি তার কাছে প্রতিদিনই শিখছি এবং অবাক হচ্ছি।

একটা মানুষ বিপদে পড়লে কিভাবে তার পাশে দাঁড়াতে হয়, সেটা আঁখি জানে। স্পষ্টভাষী আঁখিকে আমি ‘লিডার’ বলে ডাকি এবং সে এই যোগ্যতা রাখে।

ক্যারিয়ারের দীর্ঘসময় একসঙ্গে পথ চললেও গান গেয়েছি মাত্র একখানা, যেটা অনুল্লেখযোগ্য। এটা নিয়ে হয়তো লিডারের অভিমান ছিলো, নয়তো আমারই ভুল।

গ্যাপটাকে আর প্রলম্বিত করতে চাইনি। আমরা একসঙ্গে ‘প্রজেক্ট আঁখি আলমগীর’ শিরোনামে কাজ শুরু করেছি। ইতিমধ্যে একটা গান ‘বেসামাল মন’ এর রেকর্ডিং হয়ে গেছে। আশা করি দ্রুততম সময়ের মধ্যে আপনাদের কানে পৌঁছে যাবে।

বিশ্ব নারী দিবসে আঁখির প্রতি সম্মান ও ভালোবাসা রইলো। লিডারকে বলতে চাই- দেরি হয়েছে তো কী হয়েছে! সময় তো শেষ হয়ে যায়নি!!’

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *