





বেশ ঘটা করেই বিয়ে করেছেন বলিউড অভিনেতা শহীদ কাপুর। তিনি বিয়ে করেছেন মিডিয়ার






বাইরে থাকা মীরা রাজপুতকে। এ বিয়েটি বলিউডজুড়ে ছিলো সর্বোচ্চ আলোচিত একটি বিয়ে।
তবে জানেন কি, মীরা কিন্তু শহীদ কাপুরকে বিয়ে করতে একদমই চাননি। কেন?
শহীদ কাপুরের বয়স থেকে অন্তত ১৩ বছরের ছোট মীরা। আর বয়সের এতোটা ব্যবধানের জন্য মীরা একদমই রাজি ছিলেন না এ বিয়েতে।
কিন্তু মীরার দিদি মীরাকে বোঝান যে, আজকের দিনে এটা কোনও ব্যাপারই নয়। আর শাহিদ পাত্র হিসেবেও খুব ভালো। এই সময় মীরাকে বোঝাতে লেগে ছিলেন পাত্র শাহীদও। অবশেষে দুজনের কথায় মানেন মীরা। আর হয়ে যায় দুজনের বিয়ে।