





বলিউডের খান পরিবার নাকি ইতালীয় মাফিয়া পরিবার! আর এমনটাই বললেন খোদ সাইফ আলী খান।






তবে নবাবের এমন কথায় মোটেও রাগেন নি কাপুর খানদানের মেয়ে বেগম কারিনা কাপুর খান।






বরং নবাবের এমন ‘কমপ্লিমেন্ট’ বেশ হেসে হেসেই মেনেও নিলেন।
কারিনার কথায়, ‘আসলে কাপুর পরিবারের সকলেই খুব খেতে ভালবাসে। সাইফ তো বলে, আমরা খাবার আর ড্রিঙ্কের ব্যাপারে পুরো পাগল। কাপুর পরিবারের সকলে যখন এক টেবিলে খেতে বসে অন্তত তিরিশটা আলাদা আলাদা ডিশ তো থাকবেই। খেতে বসে খাবার আর ড্রিঙ্ক ছাড়া অন্য কোনও দিকে তাকাই না আমরা। সে জন্যই ফুল কাপূর ফ্যামিলিকে ইতালীয় মাফিয়া বলে সইফ।’
কাপুর পরিবারের প্রতি সাইফের এই উপমা বেশ খুশি মনেই মেনে নিয়েছেন কারিনা। একটুও রাগ না করে বিষয়টা বেশ এনজয় করছেন নায়িকা।