





রাফিয়াথ রশিদ মিথিলার শুরুটা হয়েছিল গায়িকা হিসেবে। তারপর শুরু হয় অভিনয় জগতের। এখন






বর্তমানে অভিনয়কেই বেশি প্রাধান্য দিচ্ছেন। তবে এদিকে আবার শোনা যাচ্ছে, নতুন পরিচয়ে আসছেন।






নায়িকা ও গায়িকা হওয়ার পর এবার রেডিওতে আরজে হিসেবে অভিষেক হচ্ছে তার। নিজেই বিষয়টি






খোলাসা করেছেন তাহসানের সাবেক স্ত্রী মিথিলা। একজন মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে সবারই থাকে প্রিয় কিছু মানুষ, যাদের আদর্শ বুকে পোষণ করে এগিয়ে যায় সামনের পথে। মিথিলাও তার ব্যতিক্রম নন। তারও রয়েছে প্রিয় একজন ব্যক্তিত্ব, যাকে টিনএজ থেকেই অনুসরণ করে আসছেন। মিথিলা জানালেন সেই প্রিয় মানুষটির কথা। মিথিলার সেই মানুষটি হলেন নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী অঞ্জন দত্ত। আর সেই কাছের মানুষটিকে কাছে পেয়ে বেশ উচ্ছ্বাসিত এই অভিনেত্রী। প্রিয় মানুষটিকে কাছে পেয়ে সেলফি তুলতে ভুল করেননি। আর সেই ছবি প্রকাশ করেছেন নিজের ফেসবুক পাতায়।
সম্প্রতি নিজের ফেসবুক পাতায় সেই প্রিয় মানুষটির সাথে একই ফ্রেমে আবদ্ধ হয়ে লিখেছেন,\” With my favourite musician who\’s music has influenced and shaped my teenage years significantly…the creator of Ronjona, MaryAnn, Bela Bose….the one and only Anjan Dutt\”
তার এই স্ট্যাটাসে বুঝায় যাচ্ছে, নিজের প্রিয় মানুষটাকে কাছে পেয়ে কতটা খুশি মিথিলা।
প্রসঙ্গত, অভিনেতা ও গায়ক তাহসানের বিচ্ছেদের পর অনেকটা আড়ালেই ছিলেন মিথিলা। তবে সেই আড়াল ভেঙে প্রকাশ্যে আসেন এই অভিনেত্রী ও গায়িকা। বিচ্ছেদ যন্ত্রণা ভুলে বর্তমানে কাজে বেশ মনোযোগী হয়েছেন। বিষণ্ণতা ভুলে সামনে এগিয়ে যেতে হবে এখন এই কথাই এই অভিনেত্রীর মুখে। অন্যদিকে তাহসানও নাটক- গান নিয়ে বেশ ব্যস্ত।
গত বছর দেশের সবচেয়ে জনপ্রিয় এই জুটির বিচ্ছেদ শোবিজ অঙ্গনে বেশ সমালোচিত হয়েছিল।