





টিকটকে দেখা গেল ইয়ামিন হক ববিকে। সেখানেই নিজের রূপ ও শরীরের আবেদন ছড়িয়ে






মাতিয়ে যাচ্ছেন ববি। দেখা গেল, ববির টিকটক অ্যাকাউন্টে ৩ লাখ ১৭ হাজারের বেশি অনুসারী রয়েছে।






তার শেয়ার করা ভিডিওগুলোর ভিউ ছাড়িয়েছে ১৬ লাখ। বোঝাই যাচ্ছে, ভক্তরা তার টিকটকে মজে আছেন।
সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেন ববি। সেখানে তিনি বেশ খোলামেলা রূপে নেচেছেন। তার পরনে ছিল কেবল একটি গোলাপি রঙের বস্নাউজ ও নীল রঙের পেটিকোট। চোখে লাগিয়েছেন সানগস্নাস।
এমন আবেদনময়ী রূপেই কোমর দুলিয়েছেন। যার ফলে হাজার হাজার ভক্ত হুমড়ি খেয়ে পড়ছে তার ভিডিওতে। শুধু এটিই নয়, প্রায়শই নজরকাড়া অবয়বে টিকটকে ভিডিও দেন ববি। কখনো স্স্নিভলেস বস্নাউজের সঙ্গে শাড়ি পরে, কখনো টপস পরে, কখনো আবার ঝলমলে গাউনে ছড়িয়ে দেন রূপের মোহ।