





জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব গিটার বাজাচ্ছেন এবং তাঁর পুত্র জয়ন ফারুক আয়াশ তাঁর






পাশে বসে আছেন। তারপরে তিনি তার বাবার সাথে গলা ছেড়ে ‘ওরে নীল দরিয়া’ গানটি গেয়েছিলেন।






অপূর্ব গত শুক্রবার তার ফেসবুক পাতা থেকে এমন একটি ভিডিও শেয়ার করেছেন। এবং ক্যাপশনে তিনি লিখেছেন – ‘সর্বাধিক প্রিয় গান’।






ভিডিওটি পোস্ট হওয়ার পর থেকে পিতামাতা ও ছেলেরা নাটিজেনদের প্রশংসা করছেন। ইতিমধ্যে অনেকে ভিডিওটি দেখেছেন। এতে ১ লাখ ১৮ হাজারেরও বেশি মানুষ সাড়া ফেলেছে। এবং 2 হাজার মন্তব্য পড়েছে। শুধু তাই নয়, গানটি শেয়ার করেছেন দেড় হাজারেরও বেশি।
কাঞ্চি শর্মা মন্তব্য করেছিলেন, ‘তিনি গানটি পছন্দ করেছেন এবং তাঁর অভিনয়ও ভালো হয়েছে। দারুণ.
পিয়া লিখেছেন- ‘ছেলেরা সব সময় বাবাকে অনুকরণ করে। ভিডিওটাতেও সেটাই ফুটে ওঠেছে। মাশাল্লাহ।’
সমিতা বসাক নামে একজন লিখেছেন, ‘আমি একইসঙ্গে ছোট্ট অপূর্ব ও পরিণত অপূর্বের গান শুনলাম।’
জলি রহমান লিখেছেন, ‘খুব সুন্দর বাপ বেটার গান।’ এমন অসংখ্য মন্তব্য পড়েছে গানটি ঘিরে।
এদিকে, ছেলেকে নিয়ে গান গাওয়ার প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘অবসর সময়টা ছেলের সঙ্গে কাটাতেই বেশি পছন্দ করি।
অবসর সময়ে আমরা দুজনেই গান গাইতে পছন্দ করি। “ওরে নীল দরিয়া” গানটি আমার মতো আয়াশেরও ভীষণ প্রিয়। যার কারণে প্রায় সময় গানটি গাওয়ার চেষ্টা করি।’
উল্লেখ্য, ২০১১ সালে নাজিয়া হাসান অদিতির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অপূর্ব। এটি তার দ্বিতীয় বিয়ে। এ সংসার আলো করে জন্ম নেয় জায়ান
ফারুক আয়াশ। বনিবনা না হওয়ার কারণ দেখিয়ে গত বছর মাঝামাঝিতে ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা।