Home / মিডিয়া নিউজ / বলিউডের এমন কিছু সেলেব্রেটি যাদের স্বামীর থেকে, স্ত্রীর বয়স বেশি!

বলিউডের এমন কিছু সেলেব্রেটি যাদের স্বামীর থেকে, স্ত্রীর বয়স বেশি!

যুগে যুগে নায়ক কিংবা নির্মাতারা অহরহ নিজের চেয়ে বয়সে বড় মেয়ের প্রেমে পড়েন,

বিয়ে করে ঘরও বাঁধেন। বলিউডে তেমন কয়েকটি জুটিকে দেখে নিন এক ঝলকে।

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের চেয়ে অভিনেতা অভিষেক বচ্চন দুই বছরের ছোট।

বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের ছেলের সঙ্গে ২০০৭ সালে বিয়ে হয়েছে প্রাক্তন মিস ওয়ার্ল্ডের। ১৯৯৪ সালের বিশ্বসুন্দরী এখন চুয়াল্লিশ বছরের। দশ বছর ধরে সুখে ঘর করছেন তাঁর চেয়ে বয়সে ছোটো অভিনেতা জুনিয়র বচ্চনের সঙ্গে।

অভিনেত্রী শিল্পা শেঠি তার স্বামী রাজ কুন্দ্রার চেয়ে তিন মাসের বড়।

বলিউডে বহুল চর্চিত আমাদের নবাব সাহাব। ছোটে নবাব অল্প বয়সে প্রেমে পড়ে নিজের চেয়ে বারো বছরের বড়ো অভিনেত্রী অমৃতা

সিং’কে বিয়ে করেছিলেন। তারপর ডিভোর্স হয়ে যায় একসঙ্গে কয়েক বছর কাটানোর পর। অনেকটা সময় সিঙ্গল হয়ে কাটানোর পর দ্বিতীয়বার বিয়ে করেন ছোটে নবাব।

অভিনেত্রী সোহা আলি খানের চেয়ে তার স্বামী অভিনেতা কুনাল খেমু পাঁচ বছরের ছোট।

অভিনেতা-নির্মাতা ফারহান আখতার তার স্ত্রী অধুনা ভবানীর চেয়ে ছয় বছরের ছোট।

অর্জুন রামপাল তার স্ত্রী মেহের জেসিয়া রামপালের চেয়ে দুই বছরের ছোট।

নৃত্য পরিচালক-নির্মাতা ফারাহ খান তার স্বামী শিরিষ কুন্দরের চেয়ে ৯ বছরের বড়।

এক সময় মডেল ও অভিনেতা দিনো মরিও’র সঙ্গে প্রেম করতেন বাঙালি বংশোদ্ভূত অভিনেত্রী। তারপর ছাড়াছাড়ি। এরপর প্রেমে পড়েন মডেল ও

অভিনেতা জন আব্রাহামের। বেশ অনেক দূর এগোয় প্রেমপর্ব। জন বিয়ে পিছোতে থাকায়, সম্পর্কে ভেঙে যায়। এরপর টেলিভিশন অভিনেতা করণ গ্রোভরকে বিয়ে করেছেন বিপস। ঊনচল্লিশে পা দেওয়া বলিউডের বম্বশেল বিপাশার চেয়ে তাঁর স্বামী করণ চার বছরের ছোটো।

অভিনেত্রী জরিনা ওয়াহাবের চেয়ে তার স্বামী অভিনেতা আদিত্য পাঞ্চোলি ছয় বছরের ছোট।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *