Home / মিডিয়া নিউজ / সবার চোখে মোটা, তাই একটু চিকন হওয়ার চেষ্টা করছি: দীঘি

সবার চোখে মোটা, তাই একটু চিকন হওয়ার চেষ্টা করছি: দীঘি

বাংলাদেশের জনপ্রিয় শিশুশিল্পি হিসেবে আত্বপ্রকাশ করেন প্রর্থন ফারদিন দীঘি। শিশু বয়স থেকেই

তিনি অভিনয়ে পারদর্শীতা দেখিয়েছেন এবং বর্তমানেও তিনি তার সেই ধারাবাহিকতা বজায় রাখার

আভিপ্রায় করেছেন কিন্তু আগের সেই জনপ্রিয়তায় কোথা যেন তার ভাটা পড়েছে।তার প্রথম ছবি সেভাবে সাড়া ফেলতে পারেনি

’আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ…’ কাজী নজরুল ইসলামের ’বিদ্রোহী’ কবিতার এই কয়েক চরণ নিজের ইনস্টাগ্রাম বায়োতে যুক্ত করে রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। কবিতার মতো দীঘির জীবনছন্দ মিলিয়ে চলছে, তবে করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান না খোলায় স্টামফোর্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীর মন বেশ কিছুটা খারাপ।

এই মন খারাপকে পাস কাটিয়ে দীঘি মন দিয়েছেন শরীরচর্চায়। আলাপচারিতায় দীঘি জনিয়েছেন, ’দৈনিক প্রায় দুই ঘণ্টা জিম করছি, সপ্তাহে পাঁচ দিন করার চেষ্টা করি।’

জিমের এমন রুটিন শুনে দীঘির কাছে জানতে চাওয়া, ওজন কত কমল? দীঘির উত্তর, ’সেটা একেবারে টার্গেট পূরণ করে জানাব।’ সেই টার্গেট কত? উত্তর এলো, ’সর্বনিম্ন আট থেকে নয় কেজি।’

তা এত কষ্ট করে জিম করছেন, কোনো বিশেষ কাজের জন্য নাকি? এই প্রশ্নে দীঘি যে রহস্যঘেরা উত্তর দিয়েছেন, তা মজার। দীঘির ভাষ্যটা এমন, ’সবার চোখে তো মোটা, তাই একটু চিকন হওয়ার চেষ্টা আর কি।’

এদিকে, এতদিন দীঘি ফেসবুকে অ্যাকটিভ থাকলেও ছিল না কোনো ফ্যান পেজ। একাধিক ফ্যান পেজের ভিড়ে সম্প্রতি অভিনেত্রী ফেসবুকে ফ্যান পেজ খুলেছেন। সেখানে ভক্তদের যুক্ত হওয়ার অনুরোধও রেখেছেন অভিনেত্রী।

প্রার্থনা ফারদিন দীঘি ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন। সেই সাড়া এতটাই ছিল যে নিজের প্রথম ’কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সময়টা ২০০৬ সাল। দীর্ঘ ১৫ বছর পর সেই দীঘির নামের আগে ’নায়িকা’ তকমা লেগেছে চলতি বছরের মার্চে। মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম সিনেমা ’তুমি আছো তুমি নেই’। এরপর ’টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ শিরোনামে আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে দীঘির। বর্তমানে হাতে আছে বেশ কিছু সিনেমা ও ওয়েব ফিল্ম।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পি অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। নিজের ক্যরিয়ারের প্রথম সিনেমা কাবুলিওয়ালাতে অভিনয় করে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে একের পর এক সিনেমায় অভিনয় এর সুজোগ পেয়েছেন তিনি

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *