





বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত,ক্যরিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয়






করেছেন তিনি এবং তার সুনিপুন অভিনয় দক্ষতা দিয়ে তিনি নিজেকে নিয়োজিত করেছেন






অভিনয়ে এবং তার দূর্দান্ত অভিনয় এর কারনে দর্শক মহলে ব্যপক জায়গা করে নিতে






সক্ষম হয়েছেন তিনি।বর্তমানে এই অভিনেত্রী রয়েছেন অভিনয় থেকে অনেকটা দুরে।
গত ২৩ মার্চ ছিল বিপাশা হায়াতের জন্মদিন। এবার বিপাশা হায়াত ৫০ স্পর্শ করলেন। ওই দিন জন্মদিনে কিংবদন্তিতুল্য অভিনেতা আফজাল হোসেন লিখেছেন- ’ছবি আঁকার জন্য তার দরদের পরিমাণ কতখানি- টের পাওয়া যায় জনপ্রিয়তার মোহজাল ছিঁড়ে বেরিয়ে যাওয়া দেখে।’
নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় অভিনেত্রী সম্পর্কে বলতে গিয়ে আফজাল হোসেন বলেন, ’চোখে পড়ল, আজ বিপাশা হায়াতের জন্মদিন।
তার সৌন্দর্য, অভিনয় প্রতিভায় মুগ্ধ অগণিত মানুষ। সমীহ জাগে তার ভাবের জগতের রকম জেনে, নিরেট সংবেদনশীলতায়। ছবি আঁকার জন্য তার দরদের পরিমাণ কতখানি- টের পাওয়া যায় জনপ্রিয়তার মোহজাল ছিঁড়ে বেরিয়ে যাওয়া দেখে। খুব কম মানুষই এমনটি পারে। প্রতিনিয়ত নিজেকে ভেঙে গড়া, আত্ম-আবিষ্কারের আগ্রহ অন্যকে অনুপ্রাণিত করার মতো।’
তিনি বলেন, তাঁর মতো নতুনকে খুঁজে বেড়ানো, বিশেষ সন্ধানের আকাঙ্ক্ষা যেসব মনে রয়েছে, প্রত্যেকেরই দীর্ঘায়ু হোক। শুভ জন্মদিন প্রিয় বিপাশা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পড়াশোনা করেছেন বিপাশা। টিভিতে প্রথম অভিনয় ’খোলা দুয়ার’ নাটকে আশির দশকে- ১৯৮৪ সালে। প্রথমবার জনপ্রিয়তা পায় হুমায়ূন আহমেদের ’অয়োময়’ নাটকের ’লবঙ্গ’ চরিত্রের মাধ্যমে। এ চরিত্রের জনপ্রিয়তার পর তাকে আর পেছনে তাকাতে হয়নি।
বিপাশা হায়াত অভিনীত উল্লেখযোগ্য নাটক বা টেলিফিল্ম- রূপনগর, হারজিত, থাকে শুধু ভালোবাসা, অতিথি, নকশী পাঁড়ের মানুষেরা,
চেনা অচেনা মুখ, গ্রহণকাল, দ্বৈরথ, অঙ্কুর, অহর্নিশ ভালোবাসে একজন, কথা ছিল, আশিক সব পারে, উজান পাখি, বৃষ্টির দিন, ভুলোমন সেইজন, বিশ্বাসঘাতক, আমি তোমায় ভালোবাসি, হারানো সুর, আকাশের কাছাকাছি, প্রিয়জন, কালো গোলাপের কাব্য, তোমার বসন্ত দিনে, দুই বোন, চখাচখি, সেই ভুবনে, শুরুর কবিতা, অন্যপৃষ্ঠা, বিবর্ণ প্রজাপতি, বীজমন্ত্র, সঙ্গী, কখনো দুজন, অরণ্যে একদা, টেরিবাবু, শঙ্কিত পদযাত্রা, সুখের নিশান, চাই, হেঁট, ভোর হয়ে এলো, একা, লজ্জা, মায়াকুঞ্জ, কাগজের বউ, মামলার ফল, প্রত্যাশা, এক জোনাকি, কাদম্বিনী, সম্প্রীতি গাঁথা, নিমরাজি, তোমাকে ছুঁয়ে, প্রতি চুনিয়া, শুধু তোমাকেই জানি, প্রত্যাশা, বেলি, দোলা, অন্যকিছু, সুন্দরী, হাঁসুলী, অচেনা তারা, পদ্মাবতী, চাঁদপোকা ঘুণপোকা, গণ্ডি, উইজা বোর্ড, অস্তিত্ব, স্ত্রীর পত্র, জলছবি, ফিরে যাও, নির্জন স্রোত, একটি নীল জামা, দুই প্রান্তে, লাল রঙের গল্প, পোর্ট্রেট, শেষ বলে কিছু নেই, ডুয়েল প্লে।
বাংলাদেশের নাট্যাঙ্গনে অন্যতম জনপ্রীয় অভিনেত্রী বিপাশা হায়াত। তার আরো একটি বড় পরিচয় ও রয়েছে আর সেটি হল তিনি বাংলাদেশের নাট্যাঙ্গনের অন্যতম গুনী অভিনেতা আবুল হায়াতের মেয়ে।তবে তনি নিজেকে তার অভিনয়ের মাধ্যমেই জনপ্রিয় করে তুলেছেন এবং এখোনো তিনি মানুষের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন