





বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা চিত্রনায়ক ফেরদৌস দুর্দান্ত অভিনয়






মাধ্যমে তিনি দর্শকদের কাছে ব্যাপক আস্থা অর্জন করতে পেরেছেন এবং দর্শকদের মনে






জায়গা করে নিতে পেরেছেন তিনি তার কাজের মাধ্যমে ক্রমশ নিজেকে ছাড়িয়ে গিয়েছে






এবং তার ক্যারিয়ারে রয়েছে অসংখ্য সিনেমা এখনও পর্যন্ত তিনি সিনেমার সাথে নিজেকে
জড়িয়ে রেখেছেন এবং শুধুমাত্র বাংলাদেশেই নয় ভারতীয় তিনি ইতিমধ্যে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন
নানা আলোচনা-সমালোচনার মধ্যে নিয়েই নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস।
নিয়মিতই প্রমাণ দিয়ে যাচ্ছেন নিজেকে। বিবি রাসেলের সঙ্গে মডেল হিসেবে কাজ শুরু করলেও পরে চলচ্চিত্রে অভিনয় করেই পরিচিতি পান ফেরদৌস।
তবে ১৯৯৮ সালে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় ’হঠাৎ বৃষ্টি’ সিনেমা দিয়েই সিনেপ্রেমীদের হৃদয়ে পাকাপোক্ত স্থান করে নেন।
এরপর সিনেমায় অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাও করেছেন। স্থির চিত্রের মডেলও হয়েছেন। রাজনীতির মাঠেও দেখা গেছে তাকে।
সম্প্রতি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আ.লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর প্রচারণাতেও যোগ দিয়েছিলেন তিনি। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে পশ্চিমবঙ্গেও নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন ফেরদৌস।
তবে সম্প্রতি যে বিষয়টিতে যুক্ত হলেন ফেরদৌস, দীর্ঘ ক্যারিয়ারে এমন কাজ আগে কখনও করেননি।
প্রথমবারের মতো ভিডিও মাধ্যমে মডেল হলেন এ চিত্রতারকা।
ভিডিও মাধ্যমে প্রথমবারের মতো নামলেন পণ্যের প্রচারে।
জানা গেছে, ইউরোপের মার্কেটে প্রতিষ্ঠিত দেশিয় পোশাক তৈরি এই প্রতিষ্ঠান ’প্রভিডেন্স’ এর পণ্যের প্রচারে ভিডিও
মাধ্যমে মডেল হলেন ফেরদৌস। শুধু তাই নয়, এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন তিনি।
এ বিষয়ে ফেরদৌস বলেন, আমার কর্মজীবনে এ রকম কোনো কাজ আগে করিনি। আশা করছি শিগগিরই ভিন্নধর্মী প্রচারণায় আমাকে দেখতে পাবেন সবাই।
’প্রভিডেন্স’ ব্র্যান্ডের বিষয়ে ফেরদৌস বলেন, ইউরোপিয়ান মাকের্টে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সফলভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত করে আসছে।
তাদের পণ্য ’মেড বাই বাংলাদেশ’। এই উন্নতমানের পণ্য এবার বাংলাদেশের মানুষের কাছে পৌঁছানোর পরিকল্পনা হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। এখন অনলাইনে তাদের কার্যক্রম শুরু হয়েছে। আমি প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হয়েছি।
দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চিত্রনায়ক ফেরদৌস তার অভিনয় নৈপুণ্য দিয়ে নিজেকে নিয়ে গিয়েছেন অনন্য পর্যায়ে এবং তার অভিনয়গুণে
মুগ্ধ দর্শক কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন অসংখ্য সম্মাননা পুরস্কার এবং সেইসাথে দর্শকদের মনে জায়গা করে নিতে তিনি সক্ষম
হয়েছেন তবে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা খুব কম হয় এই অভিনেতার কিন্তু সাম্প্রতিককালে রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিয়ে ব্যাপক ভাবে সমালোচনার শিকার হয়েছিলেন তিনি