Home / মিডিয়া নিউজ / ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার ছেলের জন্য বিয়ে হচ্ছে না অভিনেত্রী মৌসুমী হামিদের

৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার ছেলের জন্য বিয়ে হচ্ছে না অভিনেত্রী মৌসুমী হামিদের

বর্তমান প্রজন্মের যারা অভিনেত্রী রয়েছেন নাটকের ক্ষেত্রে তারা বেশ ভালো কাজ করছেন এবং বাংলা নাটকের

প্রসাদ দিনকে দিন বেড়েই চলেছে বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী

মৌসুমী হামিদ এরই মধ্যে নিজের অবস্থানকে তিনি নিয়ে গেছেন অনন্য পর্যায় এবং একের পর এক

ভালো কাজ উপহার দিচ্ছেন দর্শকদের এবং প্রতিনিয়ত ও তার জনপ্রিয়তা বেড়েই চলেছে

এ বছরের যে কোনো সময় বিয়ের পিঁড়িতে বসবেন ছোট পর্দার পরিচিত মুখ মৌসুমী হামিদ। পরিবার থেকেও বিয়ের জন্য

চাপ দিচ্ছে বলে জানান এই তারকা। কিন্তু সমস্যা তৈরি করেছে তাঁর উচ্চতা নিয়ে।ছে’লে দেখে পছন্দ হলেও তাঁর সমান উচ্চতার ছে’লে মিলছে না। মৌসুমী হামিদ বলেন, ’লম্বা ছে’লে তো খুঁজেই পাওয়া যায় না। আমা’র উচ্চতা ৫ ফুট সাড়ে ৯ ইঞ্চি। এই উচ্চতার ছে’লে মেলানোর চেষ্টা করছি। মিলছে না। আমা’র উচ্চতার সমান ছে’লে পেলে যেকোনো মুহূর্তে বিয়ে করে ফেলব।’

উচ্চতায় বিপাকে নির্মাতা: মৌসুমী হামিদের উচ্চতা বেশি হওয়ায় অনেক নির্মাতারা তাঁকে নিয়ে কাজ করতে বিপাকে পড়ে যান।

তাঁর সঙ্গে অ’ভিনয়ের জন্য একই মাপের উচ্চতার অ’ভিনেতার দরকার হয়। কিন্তু আমাদের মিডিয়ার বেশি ভাগ অ’ভিনেতার উচ্চতা মৌসুমী হামিদের চেয়ে কম। লম্বা হওয়ার কারণে বিনোদনপাড়ায় মৌসুমী হামিদকে তালগাছ নামে ডা’কা হয়।

অ’পূর্ণ ইচ্ছা সুবর্ণা মু’স্তাফা : মৌসুমী হামিদের সবচেয়ে পছন্দের অ’ভিনেত্রী সুবর্ণা মু’স্তাফা। গুণী এই অ’ভিনেত্রীর সঙ্গে এখনো কাজ হয়ে ওঠেনি।

প্রিয় এই মানুষটার সঙ্গেই অ’ভিনয় করার ইচ্ছেটা এখনো অ’পূর্ণ রয়ে গেছে। নির্মাতাদের উদ্দেশে মৌসুমী হামিদ বলেন, ’নাট’ক বা সিনেমায় সুবর্ণার আপার সঙ্গে কেউ (নির্মাতা) অ’ভিনয়ের সুযোগ দিলে ইচ্ছেটা পূর্ণ হতো।’

আমা’র কোনো পেয়ারের লোক নেই : তারকা জুটিতে খুব একটা বিশ্বা’সী নন এই অ’ভিনেত্রী। সবার সঙ্গে সমানতা’লে কাজ করেন মৌসুমী হামিদ। তিনি বলেন,

’আমা’র কারও সঙ্গে কোনো “পেয়ার” নেই। সবার সঙ্গে কাজ করি।’ কার সঙ্গে সবচেয়ে বেশি অ’ভিনয় করেছেন—এমন প্রশ্ন শুনে হেসে ফেলেন মৌসুমী হামিদ। পরে আক্ষেপের সুরে বলেন, ’আগে আফরান নিশো ও অ’পূর্বর সঙ্গে আমা’র সবচেয়ে বেশি কাজ হতো। উচ্চতায় আম’রা ছিলাম বেশ মানানসই। দর্শক আমাদের সেসব নাট’ক বেশ পছন্দ করত। এখন সেই সুযোগ সীমিত।’

স’ম্পর্ক আমাকে ধোঁকা দেয় : একজন আমাকে যখন বিশ্বা’স করার অধিকার দেয়, তখন বিশ্বা’স করি। যখন তারাই আবার বিশ্বা’স ভাঙে তখন ক’ষ্ট লাগে।

একটা মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে যখন পরিচয় থেকে বন্ধুত্ব হয়, তখন তারা বিশ্বা’সের আশা জাগায়। স’ম্পর্কটা আরও গভীর হয়। ভালো বন্ধুত্ব হয়। যখন একজন আশা দেখিয়ে সুযোগ নিয়ে বিশ্বা’স ভঙ্গ করে, তখন মনে হয় মিডিয়া ছেড়ে দিই। বিশ্বা’সের স’ম্পর্ক আমাকে ধোঁকা দেয়। ভেঙে পড়ি, কিন্তু পরে মনে হয় এটা তো আমা’র দোষ না, যে বিশ্বা’স ভেঙেছে তার দোষ।

মোটরসাইকেল পেলেই হারিয়ে যান মৌসুমী হামিদ : কোন নাট’কের বা সিনেমা’র সেটে মোটরসাইকেল পেলে তা নিয়ে ঢুঁ মা’রতে চলে যান মৌসুমী হামিদ। শুটিংয়ে অনেক সময় সহকারী পরিচালককে দিয়ে মৌসুমী হামিদকে খুঁজে বের করতে হয়। অনেক ছোট থেকেই মোটরসাইকেল চালান এই অ’ভিনেত্রী। তাঁর প্রিয় শখের মধ্যে একটি মোটরসাইকেল চালানো।

চরিত্রাভিনেত্রী মৌসুমী হামিদ : দেশের বিনোদনজগতে এ বছর এক দশকে পা ফেললেন মৌসুমী হামিদ। দশকজুড়ে চরিত্র নিয়ে কোনো ছাড় দেননি এই অ’ভিনেত্রী। পতিতা, রাস্তার মে’য়ে, ভিখারি, ধনীর দুলালি, খু’নি, থ্রি’লার—সব চরিত্রেই সমানতা’লে অ’ভিনয় করে গেছেন। সম্প্রতি ঢাকার তিন শ ফিটের একটি জে’লেপাড়ায় শীতের মধ্যে দীর্ঘক্ষণ পানিতে নেমে শুটিং করতে হয়েছে এই অ’ভিনেত্রীকে। আলী সুজন পরিচালিত সেই ’নীড়ভাঙা ঢেউ’ নাট’কটি খুব শিগগির চ্যানেল আইতে প্রচার করা হবে। এখানে তাঁর সহ–অ’ভিনেতা রওনক হাসান।

বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী মৌসুমী হামিদ খুব বেশি বছর হয়নি তিনি তার অভিনয় জীবন শুরু করেছেন তবে এরই মধ্যে পেয়ে গিয়েছেন দারুন দর্শকপ্রিয়তা অসাধারণ অভিনয় দক্ষতা আর নজরকাড়া ব্যক্তিত্ব দিয়ে সবার নজরে এসেছেন কিনা এবং একের পর এক ভালো ভালো কাজ উপহার দিচ্ছেন দর্শকদের

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *