





বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দের মধ্যে একজন হলেন অভিনেতা সালমান খান পরিচালক সেলিম






খানের ছেলে তিনি অসংখ্য সিনেমা তিনি তার ক্যারিয়ারে উপহার দিয়েছেন দর্শকদের এখনো পর্যন্ত






তিনি সমান তালে তার দর্শক জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়েছেন এবং সমানভাবে






তিনি জনপ্রিয় তার অভিনয়ের প্রশংসা এবং তার ব্যক্তিত্বের প্রশংসা বিশ্বজোড়া বিশ্বের যেখানেই হিন্দি সিনেমা প্রেমীরা থাকুক না কেন সালমান খান তাদের কাছে অন্যতম জনপ্রিয় একজন ব্যক্তির নাম
বিয়ে নিয়ে প্রায়ই প্রশ্নের মুখে পড়তে হয় বলিউড সুপারস্টার সালমান খানকে। বিভিন্ন সময় এর উত্তরও দিয়েছেন তিনি। তবে বেশিরভাগ সময়ই এ বিষয়ে মজার ছলে উত্তর দিয়ে থাকেন এই অভিনেতা।
জনপ্রিয় রিয়েলিটি শো ’বিগ বস’র অষ্টম আসরের একটি পর্বে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়েছিলো সালমানকে। সেই পর্বে হাজির হয়েছিলেন অভিনেত্রী রেখা। তখন সালমান জানান, ছোটবেলায় এই অভিনেত্রীকে বিয়ে করতে চেয়েছিলেন তিনি।
দাবাং’ অভিনেতা জানান, রেখা ও তিনি দু’জনই সেই সময় মুম্বাইয়ে ব্যান্ডস্ট্যান্ডে থাকতেন। কৈশোরে বেলকুনিতে ঘুমাতেন এবং রেখাকে মর্নিং ওয়াকে যেতে দেখার জন্য ভোর সাড়ে ৫টায় ঘুম থেকে উঠতেন। এরপর তার যোগব্যায়াম ক্লাশেও ভর্তি হন।
সালমান খান বলেন, সেই সময় যোগ ব্যায়ামের সঙ্গে আমার কোনো যোগসূত্র ছিলো না। কিন্তু আমি ও আমার বন্ধু সেখানে যেতাম কারণ রেখাজি এটি শেখাতেন।
অন্যদিকে রেখাও জানান, সালমানের বয়স যখন ছয়-সাত বছর, এই অভিনেতা সাইকেল নিয়ে তার পিছু নিতেন। ’সুপার নানি’ অভিনেত্রী বলেন, সালমান হয়তো
বুঝতো না, কিন্তু সেই সময় সে আমার প্রেমের পড়েছিলো। এটা সত্যি। সে বাড়িতে সবাইকে বলেছিলো, ’বড় হয়ে এই মেয়েকেই বিয়ে করবো’।
এরপর মজা করে এই অভিনেত্রী বলেন, এ জন্যই হয়তো এখনো আমি একা।
বলিউডের ভাইজান অভিনেতা সালমান খান বলিউডে তাকে মোস্ট এলিজেবল ব্যাচেলর হিসেবে আখ্যায়িত করা হয় এর কারণ হচ্ছে
পঞ্চাশের উর্ধে চলে গেলেও এখনো তিনি বিয়ের পিঁড়িতে বসেন নি অজানা কারণে তা এই বিয়ের প্রতি অনাগ্রহ দর্শকদের বিভিন্ন সময়ে ভাবিয়ে তোলে। তারা সবসময় চায় তাদের প্রিয় তারকা জীবনসঙ্গী হিসেবে কাউকে বেছে নিক