Home / মিডিয়া নিউজ / দেহরক্ষীর জন্মদিন : কেক ওঠাতেই কেন মুখ ফিরিয়ে নিলেন সালমান

দেহরক্ষীর জন্মদিন : কেক ওঠাতেই কেন মুখ ফিরিয়ে নিলেন সালমান

বলিউডের ভাইজান বলা হয় অভিনেতা সালমান খানকে নব্বইয়ের দশক থেকে শুরু করে এখন পর্যন্ত

সমানভাবে তিনি জনপ্রিয়তা ধরে রেখেছেন বলিউডের বলিউডের নয় বিশ্বব্যাপী সালমান খানের দাপট

ব্যাপক স্টাইলিশ আইকন হিসেবে সালমান খান ছোট বড় সকলেরে প্রিয় ব্যক্তিত্ব। বলিউডে দাপটের

সাথে নিজের জায়গা ধরে রেখেছেন এই কিংবদন্তী অভিনেতা এবং এখন পর্যন্ত সমানভাবে তার সেই জনপ্রিয়তা বেড়ে চলেছে

বলিউডের সুপারস্টার সালমান খান তার এক দেহরক্ষীর জন্মদিন পালন করেছেন। সেই অনুষ্ঠানের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল সাইটে।

ভিডিওতে দেখা যাচ্ছে, সালমানের দেহরক্ষী জগ্গি কেক কাটছেন। তখন সালমানসহ সেখানে উপস্থিত সবাই গলা মিলিয়ে গাইছেন ’হ্যাপি বার্থ ডে’।

কেক কাটার পর জগ্গি সালমানকে কেক খাইয়ে দিতে যান। প্রথমে কেকটি খাওয়ার জন্য মুখ খুললেও আচমকাই সরে যান সালমান।

তার এই কাণ্ড দেখে হেসে ফেলেন বার্থ ডে বয় জগ্গিসহ সেখানে উপস্থিত সবাই। সালমানকে নিরাপত্তা দেওয়ার জন্য দেহরক্ষী দলের একজন জগ্গি। এই দলকে নেতৃত্ব দেন সালমানের বহুদিনের সঙ্গী এবং দেহরক্ষী গুরমিত সিংহ জল্লি। যিনি বলিউডে এবং বলিউডের বাইরে সাধারণের কাছেও ’শেরা’ নামে পরিচিত

বরাবরই সালমান শেরা এবং তার অন্যান্য কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ। কাজের বাইরে গিয়েও তাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখেন অভিনেতা।

২০১১ সালে ’বডিগার্ড’ ছবিটি করার সময় সালমান জানিয়েছিলেন, শেরাকে দেখে তিনি এই চরিত্রটি করতে অনুপ্রাণিত হয়েছেন। এমনকি শেরার কিছু বৈশিষ্ট্য তিনি তার অভিনীত চরিত্রের মধ্যে নিয়ে আসার চেষ্টাও করেন। সেই ছবির একটি গানের দৃশ্যে শেরাকে দেখা গিয়েছিল।

বলিউডের অন্যতম সেরা অভিনেতা বলা হয় সালমান খানকে নজরকাড়া ব্যক্তিত্ব এবং সুনিপুণ অভিনয় দক্ষতা দিয়ে তিনি নিজেকে ছাড়িয়ে গেছেন এবং এখন পর্যন্ত তিনি ভক্তদের ভালোবাসায় সিক্ত সেইসাথে তিনি ভারত বর্ষ এবং তার বাইরের মানুষদের কাছে ব্যাপকভাবে সমাদৃত এবং অনেকের ফ্যাশন আইকন হিসেবে তিনি রয়েছেন পছন্দের তালিকায়

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *