Home / মিডিয়া নিউজ / অন্যের কথা বলে তো লাভ নেই, হজ পালনের পর মিডিয়া থেকে আমার মন সরে যায় :সুজানা

অন্যের কথা বলে তো লাভ নেই, হজ পালনের পর মিডিয়া থেকে আমার মন সরে যায় :সুজানা

বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী সুজানা জাফর।মডেলিং এবং অভিনয়ের

মাধ্যমে আলোর ঝলমলে দুনিয়াতে তিনি বিচরণ করেছেন বহু বছর মিউজিক ভিডিও নাটক

এবং বিজ্ঞাপনে তাকে দেখা গিয়েছে ক্যারিয়ারের দীর্ঘ সময় ধরে তিনি জনপ্রিয়তা ধরে রাখলেও

স্বেচ্ছায় তার এই জনপ্রিয়তা থেকে তিনি অবসর নিয়েছেন এবং অভিনয় জীবন কে বিদায় জানিয়ে

ধর্ম-কর্ম মনোযোগ দিয়েছেন তিনি বিশেষত হজ্ব করে আসার পর থেকেই তিনি মিডিয়া থেকে সরে আসার সিদ্ধান্ত নেন

ঝলমলে দুনিয়ায় ১৬ বছর ধরে অসংখ্য বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, নাটকে সুনামের সঙ্গে কাজ করছেন সুজানা জাফর।

ক্যারিয়ারের এ সময়ে এসে জনপ্রিয় এ মডেল অভিনেত্রী মিডিয়াকে ’গুডবাই’ জানিয়েছেন! কার্যত লকডাউনের পুরোটা সময় সংযুক্ত আরব আমিরাতে ছিলেন। বৈশ্বিক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে দেশে ফেরেন জনপ্রিয় এই মডেল।

দেশে ফিরে অল্প কিছুদিনের মধ্যেই ফের আরবীয় ওই দেশে উড়াল দেন। এর মধ্যেই বনানীতে বন্ধ হয়ে যাওয়া সুজানা’স ক্লোসেট যৌথভাবে নতুন করে চালু করেন। এরপর মা’কে নিয়ে দুবাইয়ে চলে যান। গতকাল মধ্যপ্রাচ্যের ঝলমলে ওই শহরের ১২৫ তলায় দেখা গেল সুজানাকে।

মিডিয়া বিদায় প্রসঙ্গে সুজানা বলেন, ৩ বছর আগে বুটিক্স ব্যবসায় নামি, তখনই ঠিক ধীরে ধীরে নিজেকে মিডিয়া থেকে গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নেই।

সেজন্য বছরে দু একটি কাজ করেছি। এর বাইরে ব্যবসায় মনোযোগ দিয়েছি। পাশাপাশি কিছু আশ্রম ও অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছি। ২০১৮ সালের নভেম্বরে ওমরাহ্‌ হজ পালনের পর মিডিয়া থেকে মন আরও সরে যায়। গত তিনবছরে দুএকটি কাজ করতে গিয়ে দেখেছি, মিডিয়া অনেক পরিবর্তন হয়ে গেছে। সত্যি কথা বলতে প্রথমদিকে কাজের যেমন পরিবেশ ছিল এখন তেমনটা পাইনি। অন্যের কথা বলে তো আমার লাভ নেই, আমার কাছে এখন মিডিয়া জায়গাটা কমফোর্টেবল না।

মিডিয়াকে বিদায় দিয়ে এখন দুবাইয়ে রয়েছেন সুজানা। সেখানে তিনি কতদিন থাকবেন তা নিশ্চিত করে জানাননি।

দুবাইসহ আরব আমিরাতের কয়েকটি শহরে সুজানার আত্মীয় স্বজন রয়েছে। সেখানেই সময় অতিক্রম করছেন। মা’কে নিয়ে স্বজনদের সঙ্গেই রবিবার বিশ্বের অন্যতম উঁচু ভবন বুর্জ আল খলিফার ১২৫ তলায় দেখা গেল বাংলাদেশি এই মডেল কন্যাকে।

অভিনয় ছেড়ে এবার নিজের ব্যবসায় মনোযোগ দিয়েছেন অভিনেত্রী সুজানা জাফর সেই সাথে অভিনয় থেকে তিনি বিদায় নিয়েছেন সম্প্রতি ওমরা হজ্ব করে আসার পর তার এই পরিবর্তন

লক্ষ করা যায় সেই সাথে নিজেকে অভিনয় জগতের সাথে না জড়ানোর চেষ্টায় রয়েছেন তিনি এবং তিনি আরও জানান যে মিডিয়াতে আগের মত আর সেই কাজের পরিবেশ নেই সেই সাথে তার ইচ্ছাও নেই এখানে কাজ করার তাই তিনি সেখান থেকে সরে এসেছেন

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *