Home / মিডিয়া নিউজ / জনপ্রিয়তা অর্জনের পরেও, নিচু জাত হওয়ায় নিজ গ্রামে এখনও গ্রহণযোগ্য নই :নওয়াজউদ্দীন

জনপ্রিয়তা অর্জনের পরেও, নিচু জাত হওয়ায় নিজ গ্রামে এখনও গ্রহণযোগ্য নই :নওয়াজউদ্দীন

বলিউডের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকি তাকে বলিউডে শক্তিশালী

অভিনেতা বললেও ভুল হবে না কারণ তার অভিনয় দক্ষতা এতটাই সুনিপুণ যে তিনি কখনও বাস্তবতা

বলেন আর তিনি কখন সিনেমায় কথা বলেন সেটা বোঝাটাই মুশকিল হয়ে দাঁড়িয়ে পড়েছে নজরুল

সিদ্দিকী মূলত উত্তর প্রদেশের অধিবাসী সেখানে গ্রামগুলোতে জাতপাত এখনো গভীর ভাবে জড়িয়ে

আছে সেই বৈষম্য এবং জাতপাতের সেই তোকমা এখনো মানুষ যেখানে গভীর ভাবে আঁকড়ে ধরে রাখে আছে

বলিউডের শক্তিশালী অভিনেতা নওয়াজউদ্দীন সিদ্দিকী। এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন,

’আমার নিজের পরিবারে, আমার দাদী ছিলেন নিচু জাতের। সে কারণে আজও আমাদেরকে তারা গ্রহণ করেনি।’

উত্তর প্রদেশের অধিবাসী নওয়াজউদ্দীন বলেন, গ্রামগুলোতে জাতপ্রথা গভীরভাবে জড়িয়ে রয়েছে, এমনকি অভিনেতা

হিসেবে জনপ্রিয়তা অর্জনের পরেও বৈষম্য থেকে মুক্তি পাননি তিনি নিজেও। হাথরাসের ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক

আখ্যা দিয়ে তিনি বলেন, গ্রামে জাতবিভেদ এমন এক বাস্তবতা, হাজারো প্রচার-প্রচারণা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম যার কোন পরিবর্তন ঘটাতে পারে না।

এমন এক সময়ে এনডিটিভিতে এই সাক্ষাৎকার দিলেন নওয়াজউদ্দিন, যখন উত্তর প্রদেশের হাথরাস গ্রামে এক দলিত

নারীর উপর চার উচ্চ জাতের পুরুষের /নৃ/শং//স/ নি/র্যা/ত/নে/ /মৃ///ত্যু//র/ ঘটনায় যখন পুরো ভারত জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

নওয়াজউদ্দীন বলেন, যা অন্যায়, তা অন্যায়ই। আমাদের শিল্পী সমাজও হাথরাসের ঘটনায় প্রতিবাদ জানাচ্ছেন। আমাদের সবারই কন্ঠ তোলা উচিত, এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটন।

টুইটারেও জাতবিভেদ নিয়ে সোচ্চার হয়েছেন এই অভিনেতা। এক পোস্টে তিনি লেখেন, অনেকেই হয়তো বলবে জাতবিভেদ নেই। কিন্তু কেউ যদি একটু চারপাশটা ঘুরে দেখে, তাহলে ভিন্ন বাস্তবতা পাবে।

বলিউডের অন্যতম কিংবদন্তি অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকি ক্যারিয়ারে তার যতগুলো সিনেমা রয়েছে তার মধ্যে তার অভিনয় দক্ষতা নিয়ে

শুধুমাত্র প্রশংসা করা চলে এবং এত ভালো একজন অভিনেতা যিনি কিনা তার অভিনয়ের মধ্য দিয়ে অভিব্যক্তি প্রকাশ করতে সক্ষম

হন এবং বর্তমান সময়ে তিনি ওয়েব সিরিজ এর মধ্যেও বেশ ভালো অভিনয় করছেন প্রীতি মত তার অভিনয় নিয়ে সারা পড়ে গেছে বলিউডে

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *