Home / মিডিয়া নিউজ / যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে সবার মুখোশ খুলে দেব : কঙ্গনা

যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে সবার মুখোশ খুলে দেব : কঙ্গনা

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত দুর্দান্ত অভিনয় শৈলী আর নজরকাড়া সৌন্দর্য

দিয়ে তিনি বলিউড সিনেমা কে দুহাত ভরে দিয়েছেন এছাড়া নিজের সফলতা দিয়ে তিনি এই পর্যন্ত উঠে

এসেছেন বলা যায় বলিউডের প্রভাবশালী অভিনেত্রীদের মধ্যে তিনি একজন। এছাড়াও এই অভিনেত্রী

সর্বদা একটু খোলা কথা বেশি বলে থাকেন বরাবরই তিনি যেটা মানতে পারেন না সেটা সরাসরি বলে দেন

এবার লড়াই শুরু করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও শিবসেনার উদ্ভব ঠাকরের বিরুদ্ধে। এমনকি সবার মুখোশ খুলে দেয়ার কথাও জানান কঙ্গনা।

মূলত কঙ্গনা ও উদ্ভব ঠাকরের লড়াই এখন তুঙ্গে। উদ্ভব ঠাকরেকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করায়

কঙ্গনার নামে পুলিশে এফআইআর করা হয়। ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার হাইকোর্টের আইনজীবী নিতিন মানে এই অভিযোগ দায়ের করেন। এমন খবর প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম নিউজ এইট্টিন।

এর আগে ভিডিও পোস্ট করে কঙ্গনা জানান, ’যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে আমি সবার মুখোশ টেনে খুলে দেব!’

কিন্তু অভিযোগর বিষয়টি প্রকাশ পাওয়ার সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যেমে। অনেকেই বলেন, তবে কি ভয়ে পেয়ে কঙ্গনার নামে অভিযোগ দায়ের করা হয়েছে।

কঙ্গনার এই মন্তব্যের প্রতিবাদ জানায় উদ্ভব ঠাকরের দল শিবসেনা। ওই মন্তব্য মুম্বাইবাসীর ভাবাবেগে করেছে বলে দাবি করে শিবসেনা।

দলটির নেতা সঞ্জয় রাউত কঙ্গনাকে ’হারামখোর’ও বলেন। এতে দু’ভাগ হয়ে যায় বলিউড। সঞ্জয় বলেন, কঙ্গনার আর মুম্বাই আসার দরকার নেই। তবে সঞ্জয়ের এমন মন্তব্যেরও সমালোচনা করেন অনেকেই।

এর জাবাবে কঙ্গনা বলেন বলেন, ’আমার বাকস্বাধীনতা রয়েছে। যে কোনো প্রান্তে যাওয়ার অধিকারও রয়েছে।’

একই সঙ্গে ৯ সেপ্টেম্বর মুম্বাইয়ে পা রাখার কথাও জানান কঙ্গনা। সেই কথা মতো বর্তমানে মুম্বাইয়ে অছেন তিনি।

কঙ্গনা রানাউত বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তেমন মাঝে মাঝে তিনি আলোচনা-সমালোচনায় চলে আসেন

ব্যক্তিগত অনেক কারণেবলিউডের বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীর আচরণ এবং কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি যেমন ঠিক তেমনি রাজনৈতিক অঙ্গনে ব্যক্তিত্বদের কর্মকাণ্ড নিয়েও তিনি ব্যাপকভাবে প্রচার এবং তিনি প্রায় সময় এসব আলোচনা করে অনেক ক্ষেত্রে সমালোচনা কোরআন আবার অনেক ক্ষেত্রে মানুষ তাকে বাহবা দেয়

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *