Home / মিডিয়া নিউজ / লন্ডনের বাংলোর চাবি জোর করে ইরফানকে দিয়েছিলেন শাহরুখ

লন্ডনের বাংলোর চাবি জোর করে ইরফানকে দিয়েছিলেন শাহরুখ

অভিনেতা ইরফান খান এর পরলোকগমনে বলিউডের তারকা অভিনেতা অভিনেত্রী এবং পরিচালক

কলাকুশলীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে সেই সাথে তার চলে যাওয়া মেনে নিতে পারছে

না কেউ এবং প্রতিনিয়ত কাছের মানুষটিকে ঘিরে স্মৃতিচারণ করছেন অনেকে। বলিউডের তিন

খানের সাথেই তার ভাল সম্পর্ক ছিল এবং শাহরুখ খানের সাথে তার বন্ধুসুলভ আচরণ ছিল তিনি

যখন লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিলেন তখন শাহরুখ তার নিজের বাংলো বাড়ির চাবি ইরফান খানের হাতে জোর করে তুলে দিয়েছিল যাতে করে কোন প্রকার অসুবিধা না হয় সেখানে থাকতে এবং নিজের বাড়ির মত করে সে যেন সেখানে থাকতে পারে।

পরলোকগত বলিউড অভিনেতা ইরফান খান। বুধবার মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বলিউডের প্রিয় অভিনেতার মৃত্যুতে শোকাহত তার পরিবার, বন্ধুরা, ভক্তরা।

২০১৮ সালে বিরল এক ক্যানসারে আক্রান্ত হন ইরফান খান। ইংল্যান্ডে প্রায় বছরখানেক থেকে চিকিৎসা করেছিলেন তিনি। শাহরুখ খানের সাথে ইরফানের বন্ধুত্ব ছিল খানিকটা আলাদা। শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ নিতেন বাদশা।

জানা গেছে, লন্ডন যাওয়ার আগে ইরফান খানের ইচ্ছে হয়েছিল বন্ধু শাহরুখের সাথে একবার দেখা করা। এই ইচ্ছার কথা জানতে পারেন তার স্ত্রী সুতপা। তিনি শাহরুখকে ফোন করে ইরফানের কথা জানান। শাহরুখ তখন মুম্বাইয়ের এক স্টুডিয়োতে শ্যুটিংয়ে ব্যস্ত। সুতপার ফোন পেয়ে শাহরুখ শ্যুটিং ছেড়ে ইরফানের বাড়িতে চলে যান।

সেদিন প্রায় দু-ঘণ্টা ইরফানের সাথে কাটান তিনি। দুই বলিউড তারকা নিজেদের মধ্যে প্রচুর গল্পগুজব করেন। শুধু তা-ই নয়, ইরফানের হাতে শাহরুখ তার লন্ডনের বাংলোর চাবি তুলে দেন।

ইরফান তার বন্ধুর এই ব্যবহারে আবেগপ্রবণ হয়ে পড়েন। শাহরুখের জোরাজুরিতে তিনি চাবি রাখতে বাধ্য হন। শাহরুখ খান চেয়েছিলেন লন্ডনে গিয়ে যেন তার বন্ধুর কোনো অসুবিধা না হয়। আর ওখানে গিয়ে ইরফান যেন নিজের বাড়ির মতো পরিবেশ পান।

কাছের বন্ধুকে হারিয়ে এদিন শাহরুখ টুইট করেছেন তার মনের কথা। শোকাহত শাহরুখ নিজেদের সময়ের অন্যতম সেরা অভিনেতা বলে ইরফানকে সম্মান জানিয়েছেন তার টুইটে । ইরফানকে টুইটে শ্রদ্ধা ও তার পরিবারকে সমবেদনা জানিয়েছেন বলিউডের আরো দুই খান সলমান ও আমির।

ইরফান প্রথম নিজের অসুস্থতার কথা জানিয়ে টুইট করেছিলেন। লিখেছিলেন, ’জানি না কী হবে? তবু আমি আত্মসমর্পণ করছি। প্রথম জীবনকে প্রকৃত অর্থেই চিনতে পেরেছি। মনে মনে ঠিক করেছি, না, হেরে যাব না। যে করে হোক, লড়াইটা চালিয়ে যেতেই হবে।’ কিন্তু শেষ পর্যন্ত হার মানলেন ইরফান। তিনি বেঁচে থাকবেন তার কাজে ও অসংখ্য ফ্যানের স্মৃতিতে।

প্রসঙ্গত,বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। গতকাল পরলোকগমন করেছে বলিউডের কিংবদন্তি অভিনেতা ইরফান খান। ইরফান খানের বলিউড

ক্যারিয়ার খুবই সাফল্যমন্ডিত। হিন্দি বাংলা সহ অসংখ্য সিনেমায় তিনি অভিনয় করেছেন এবং তার অভিনয়ে নিপুণতা দেখে রীতিমত দর্শক পরিচালক থেকে শুরু করে সবাই মুগ্ধ। অনেকে তাকে বলে থাকেন মাস্টারপিস অভিনেতা। তবে শারীরিক বিভিন্ন রোগে অনেকদিন থেকেই ভুগছিলেন ইরফান খান বছর দুয়েক আগে বিরল এক ক্যান্সারে আক্রান্ত হন ইরফান খান এরপর ইংল্যান্ডে তার চিকিৎসা চলছিল অনেকদিন।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *