Home / মিডিয়া নিউজ / আমি শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্যই এমন করেছিলাম,কাউকে অসম্মান করার ইচ্ছা ছিল না:ইয়ামি

আমি শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্যই এমন করেছিলাম,কাউকে অসম্মান করার ইচ্ছা ছিল না:ইয়ামি

ইয়ামি গৌতম ভারত চলচ্চিত্রের বেশ জনপ্রিয় অভিনেত্রী। এ অভিনেত্রীর জনপ্রিয়তার সীমানা ছুঁয়েছে

আসামে। সম্প্রতি ইয়ামি গৌতম আসামে ’গ্রেট গুয়াহাটি ম্যারাথন’ নামে একটা অনুষ্ঠানে অংশগ্রহন

করেন। এ অনুষ্ঠানে তার আসাম ভক্ত অণুরাগীরা তাকে সংবর্ধনা দেবার জন্য ছুটে আসেন। আসামের

সংস্কৃতি অনুযায়ী প্রিয় তারকা ইয়ামি গৌতমের গলায় গামোসা পরাতে এগিয়ে আসেন, কিন্তু ইয়ামি

তাকে ধাক্কা দিয়ে দুরে ঠেলে দেন। আর এ ঘটনার জন্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েন।

বলিউড তারকদের বিতর্কে তোপে পড়ার সংবাদ প্রায় উঠে আসে গণমাধ্যমে। সম্প্রতি একই প্রসঙ্গে সংবাদের শিরোনামে এলেন বলিউড তারকা ইয়ামি গৌতম। আসামের সংস্কৃতির অবমাননা করায় এই বিতর্কে জড়াতে হলো তাকে। কিছুদিন আগে আসামে ’গ্রেট গুয়াহাটি ম্যারাথন’ অনুষ্ঠানের উদ্বোধনে গিয়েছিলেন তিনি। সেইখানেই তার একজন ভক্ত দৌড়ে এসে গলায় ’গামোসা’ পড়াতে যান। ইয়ামি কিছুটা অপ্রস্তুত হয়েই ওই ভক্তকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন। যদিও ভক্তরা দাবি করেছেন ইয়ামিকে আসামের সংস্কৃতির রীতি অনুযায়ীই অভ্যর্থনা জানাতে গিয়েছিলেন। কিন্তু ইয়ামির এমন আচরণের জন্য ক্ষুব্ধ হয়েছেন আসামবাসী ও ভক্তরা।

এদিকে এই ঘটনার প্রেক্ষিতে ইয়ামি টুইট করে জানিয়েছেন, ’আমি শুধুমাত্র আত্মসুরক্ষার জন্য ওনাকে ধাক্কা মেরেছিলাম। একজন নারী হিসাবে যদি কোনও কিছুই আমার কাছে অপ্রীতিকর মনে হয় তাহলে যেটা ঠিক সেটাই আমি করব। সব মেয়েরাই এটাই করত, আমিও তাই ওই প্রতিক্রিয়াটি দেখিয়েছি। কিন্তু কাউকে আঘাত করার কিংবা কোনও সংস্কৃতির অবমাননার কথা ভাবতেই পারিনা। শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্যই এটা করেছিলাম।’ ইয়ামির দেহরক্ষী বারবার বারণ করা সত্ত্বেও ওই অনুরাগীটি একপ্রকার জোর করেই এগিয়ে যান গলায় ’গামোসা’ পড়াতে। ইয়ামি এদিনও টুইট করে জানিয়েছেন, ’এই নিয়ে মোট তিনবার আসামে এলাম আমি। আসামের বাসিন্দাদের প্রতি আমার বিশেষ সম্মান রয়েছে।

আসামের সংস্কৃতির প্রতি বিশেষ সম্মানও রয়েছে আমার। কাউকে অসম্মান করা বা আঘাত করার ইচ্ছা ছিল না। কিন্তু যেভাবে আমাকে নিয়ে ভুল খবর রটানো হচ্ছে সেটা ঠিক নয়। এখনও আসামে রয়েছি আমি, একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রয়েছে।’

উল্লেখ্য, ইয়ামি গৌতম একজন বলিউড অভিনেত্রী। ২০১০ সালে বলিউড সিনেমা ’উলাসা উৎসাহা’ অভিনয় করে চলচ্চিত্র জগতে নিজেকে তুলে ধরেন। এরপর বেশ কয়েকটি হিন্দি সিনেমায় তিনি অভিনয় করেন। দক্ষ অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছ থেকে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন এই অভিনেত্রী। জনপ্রিয় এ অভিনেত্রী ২০০৮ সালে টেলিভিশনে টিভি অনুষ্ঠান করতেন।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *