





জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খানের প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের কন্যা সারা আলী খান। বলিউডে






খুবই অল্প সময় ধরে যোগ দিয়েছেন সাইফ কন্যা সারা আলী খান। উদীয়মান এ অভিনেত্রী সুশান্ত






সিং রাজপুতের বিপরীতে ২০১৮ সালে কেদারনাথ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক






করেন। এখন পর্যন্ত ৩টি সিনেমায় কাজ করেছেন তিনি। রোমান্টিক চলচ্চিত্র কেদারনাথে অভিনয়






করে বলিউডে বেশ জনপ্রিয় হয়ে উঠেন তিনি। সারা বলিউডে আলোচনার ঝড় তোলেন নেটিজনদের কাছে।






আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইনার পোশাকে শুক্রবার একটি ফ্যাশান শোয়ের র্যাম্পে হাঁটেন সারা আলি খান। তার এই র্যাম্প ওয়াকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের সমালোচনার শিকার হলেন সাইফ কন্যা।
ভারতের জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মুক্তি পেয়েছে সারা আলি খান ও কার্তিক আরিয়ানের ছবি লাভ আজ কাল। ছবিটি সিনেমা প্রেমীদের বিশেষ মন কাড়তে পারেনি। তবে ছবির ট্রেলার মুক্তির পর থেকেই সারার অভিনয় দক্ষতা নিয়ে কিছু লোকজন প্রশ্ন তুলেছেন।
আবার অনেকের বক্তব্য, চিত্রনাট্যই ঠিকভাবে সাজাতেই পারেননি পরিচালক ইমতিয়াজ আলি। ছবিতে শুধুমাত্র সারা ছাড়া আর কেউই নজর কাড়তে পারেননি। আর এই লাভ আজ কাল ঠিক পরপরই সোশ্যাল মিডিয়ায় সারার র্যাম্প ওয়াকের ভিডিও উঠে আসতে ট্রোল হতে হলো অভিনেত্রীকে।
সারার এই র্যাম্প ওয়াকের ভিডিও দেখে কেউ লিখেছেন, এতটা অভিনয় সিনেমায় করলে ভালো হত। কেউ আবার বলেছেন, হে ভগবান, ও যথেষ্ঠ চেষ্টা করছে। কারোর আবার বক্তব্য, এই র্যাম্প শো বড়ই হাস্যকর, ঠিক লাভ আজ কাল ছবিটির মতোই।
এদিকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হওয়া নিয়ে সারার তার মতামত জানতে চাওয়া হলে তিনি বলেছিলেন, আমি এই সমালোচনা নিয়ে বিশেষ মাথা ঘামাই না। প্রথম প্রথম খারাপ লাগত। এখন এই বিষয়গুলো আমি গায়ে মাখি না। এইরকম হয়েই থাকে। আমি অভিনয় করতে এসেছি, ওটাই মন দিয়ে করতে চাই।
প্রসঙ্গত, একটি ফ্যাশান শোয়ের র্যাম্পে হাঁটেত ওভার অ্যাক্টিং করেন সারা আলি খান। মিডিয়াজগতে পা রাখতেই সমালচনার মুখে পরেন সারা। ফ্যাশান শোয়ের র্যাম্প সারার জন্য খুবই হাস্যকর, ঠিক লাভ আজ কাল সিনেমার মতো। সাইফ কন্যান তার এ সমালোচনা গায়েই লাগাচ্ছেন না বলে জানান। সমালোচনা কে তোয়াক্কা না করে সারা আলী খান তার নিজের ক্যারিয়ার নিয়ে খুব ব্যস্ত।