





ভারতীয় সংগীত অঙ্গনে আনু মালিকের বেশ নাম ডাক। বিখ্যাত সংগীত পরিচালক হিসেবেই পরিচিত






তিনি। ভারতীয় চলচ্চিত্রের অসংখ্য জনপ্রিয় গানের সংগীত পরিচালনা করেছেন ৫৮ বছর বয়সী আনু






মালিক। সব মিলিয়ে ১৯৮০ সালের পর থেকে সুরের ভুবনেই তার বসবাস। ভারতীয় এই সংগীত






পরিচালক তার দীর্ঘ পথচলায় ভালো কাজের স্বীকৃতিস্বরুপ জিতেছেন জাতীয় পুরস্কার, ফিল্ম ফেয়ার পুরস্কার। অথচ তার বিরুদ্ধেই আনা হলো সুর চুরির অভিযোগ।
চলতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের খেলা দেখতে মাঠে গিয়েছিলেন ক্রিকেটপাগল আনু মালিক। তাকে মাঠে দেখে নিজের কম্পজিশনের কোনো গানই বাজাননি আইপিএলের ডিজে। তার দাবি, গান বাজালেই সেটা চুরি করে নিজের নামে চালিয়ে দিতে পারেন আনু মালিক। যে কারণে আইপিএল কর্তৃপক্ষের কাছে সব স্টেডিয়ামে আনু মালিকের প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন এই ডিজে।
কলকাতার জনপ্রিয় ডিজে সুগাতো ব্যানার্জি এ বিষয়ে বলেছেন, ’আমার করা সুর চুরি হয়ে যেতে পারে, এটা নিয়ে আমি কখনো সেভাবে উদ্বিগ্ন ছিলাম না। কিন্তু আনু মালিককে দেখে মনে হচ্ছিল দুঃস্বপ্ন হাজির হয়ে গেছে। আইপিএল কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ জানাতে চাই, আনু মালিকের প্রবেশ যেন সব স্টেডিয়ামে নিষিদ্ধ করা হয়। না হলে ডিজেদের খুব ভুগতে হবে।’
আনু মালিকের বিরুদ্ধে অবশ্য সুর চুরির অভিযোগ অনেক আগেই উঠেছে। তার সংগীত পরিচালনায় প্রকাশ পাওয়া বেশ কিছু গান নিয়ে বিতর্ক হয়েছে। অনেকেরই দাবি ছিল, সুর নকল করে গান বানিয়েছেন মালিক। এই কারণেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে তিনি পৌঁছাতেই গান বাজানো বন্ধ করে দেন ডিজে। বাকিটা সময় বিরক্তিতেই কেটেছে ভক্তদের।
ভক্তদের এই বিরক্তি আরও লম্বা হতে পারে। কারণ মুম্বাই ইন্ডিয়ান্সের কোনো খেলাই মিস করেন না মালিক। প্রতি ম্যাচেই মাঠে উপস্থিত হন তিনি। সেটা হলে মুম্বাইয়ের প্রথম ম্যাচের মতো বাকি ম্যাচগুলোতেও মিউজিক ছাড়াই সময় পার করতে হবে টিকেট কেটে মাঠে যাওয়া দর্শকদের।