





একসঙ্গে আকাশে উড়লেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবা। কোন আকাশে উড়লেন তারা?






সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায়, দুই অভিনেত্রী সম্প্রতি ঘুরতে গিয়েছিলেন নেপালে।






সেখানে গিয়েই পাখির মতো উড়েছেন। ৩০ অক্টোবর নিজেদের আলাদা আলাদা ফেসবুকে অ্যাকাউন্টে প্যারাগ্লাইডিংয়ে উড়ে বেড়ানোর অনেকগুলো ছবি পোস্ট দেন শাওন ও সাবা। ছবিগুলোতে দেখা যায়, প্যারাসুটে করে নেপালের শংকরপুরের মুক্ত আকাশে ভাসছেন এ তারকা জুটি। শুধু প্যারাগ্লাইডিং-ই নয় নেপালের আরও কিছু দর্শনীয় স্থান ঘুরে বেড়িয়েছেন তারা।
নেপালের ঐতিহাসিক ভক্তপুর রাজ্যে গিয়ে সেখানকার পুরনো মনমুগ্ধকর ভাস্কর্যের সঙ্গে ক্যামেরাবন্দী হতে মোটেও ভুল করেননি এ জুটি। শাওন-সাবার নেপাল ভ্রমণে তাদের সঙ্গে সফর সঙ্গী হয়েছেন অরিত্রা স্নিগ্ধা নামের তাদের আরেক ঘনিষ্ট বান্ধবী।
৩১ অক্টোবর সাবার কথা হলে তিনি জানান, তিন বান্ধবীর ঘুরাঘুরি শেষে এরই মধ্যে বাংলাদেশে ফিরেছিন তিনি। দেখে নেওয়া যাক তাদের ঘুরে বেড়ানোর কিছু ছবি।
নেপালে প্যারাগ্লাইডিংয়ে সাবার উড়েবেড়ানো। ছবি: সংগৃহীত
প্যারাগ্লাইডিংয়ে শাওন। ছবি: সংগৃহীত
নেপালের ভক্তপুর রাজ্যে শাওন। ছবি: সংগৃহীত
ভক্তপুর রাজ্যে সাবা। ছবি: সংগৃহীত
ভক্তপুর রাজ্যে তিন বান্ধবীর সেলফিবন্দী হওয়া। ছবি: সংগৃহীত প্রিয়