Home / মিডিয়া নিউজ / অসুস্থ শরীর নিয়ে ‘দেবী’ দেখে মুগ্ধ শাবনূর

অসুস্থ শরীর নিয়ে ‘দেবী’ দেখে মুগ্ধ শাবনূর

অনম বিশ্বাস পরিচালিত প্রথম ছবি ’দেবী’। মুক্তি পেয়েছে গত শুক্রবার। মুক্তির পর দর্শক সাদরে গ্রহণ

করেছেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় মিসির আলী সিরিজের সৃষ্টি ’দেবী’কে।

এই ছবির গেট টুয়েদার শো’-এর আয়োজন করা হয়েছিলো সোমবার। যমুনা ব্লক বাস্টার সিনেমাসে।

সেখানে দেবী দেখতে অসুস্থ শরীর নিয়েও ছুটে আসেন রুপালী পর্দার সফল নায়িকা শাবনূর। তিনি ’দেবী’ দেখে মুগ্ধ হন।

জানান তার অভিজ্ঞতা। শাবনূর বলেন, দেবী দেখে আমি মুগ্ধ হয়েছি। খুবই ভালো লেগেছে। বইয়ের পাতা থেকে এত চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেবীকে, আমি শুধু মুগ্ধ হয়ে দেখেছি। সরকারি অনুদান ও জয়া আহসানের প্রযোজনায় নির্মিত দেবী। পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে (রানু) অভিনয় করেছেন জয়া আহসান। শাবনূর প্রশংসা করেন জয়া আহসানের। বলেন, হুমায়ূন স্যারের এমন কালজয়ী সাহিত্যকর্মকে চলচ্চিত্র বানানোর সাহস করে অর্থ লগ্নি করেছেন জয়া আহসান। এজন্য তাকে ধন্যবাদ জানাই।

২০০৬ সালে হুমায়ূন আহমেদের ’জনম জনম’ উপন্যাস অবলম্বনে আবু সাইয়ীদের নির্মাণে ’নিরন্তর’ ছবিতে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা শাবনূর। এই নায়িকা মনে করেন, হুমায়ূন আহমেদের মতো বিখ্যাত একজন কথা সাহিত্যিকের গল্পে কাজ করতে পারা তার ক্যারিয়ারে অন্যতম পাওয়া। দেবীও জয়া আহসানের ক্যারিয়ারে মাইলস্টোন হয়ে থাকবে।

শাবনূর বলেন, আমি খুব অসুস্থ। তারপরেও ’দেবী’ দেখার লোভ সামলাতে পারিনি। সেজন্য অসুস্থ শরীর নিয়ে চলে এলাম। জয়া আমার খুব পছন্দের একজন অভিনেত্রী। তার অভিনয় দেখে আমি মুগ্ধ। ছবি দেখে আমি বিন্দুমাত্র অন্যমনস্ক হতে পারিনি। এটাই সাকসেস। এজন্য পরিচালক ও দেবীর পুরো টিমকে আমার পক্ষ থেকে অভিনন্দন।

’দেবী’র গেট টু গেদারে শাবনূরের উপস্থিতি ভিন্নমাত্রা যোগ করে। শাবনূর উপস্থিত হওয়ায় তাকে পাশে নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে জয়া আহসান বলেন, যেদিন দেবীর সংবাদ সম্মেলন করা হয় (১৫ অক্টোবর) ওইদিন আপনাকে সম্মাননা জানাতে চেয়েছিলাম। একাধিকবার যোগাযোগ করেছিলাম। কিন্তু আপনি অসুস্থ থাকায় সম্ভব হয়নি। আপনার মতো গুণী অভিনেত্রীর ’দেবী’ ভালো লেগেছে এটা পরম পাওয়া। আমি কৃতজ্ঞ।

শাবনূর ছাড়াও ’দেবী’র গেট টুগেদার শোতে উপস্থিত ছিলেন মিশা সওদাগর, চঞ্চল চৌধুরী, ইমন, আরিফিন শুভ, সিয়াম, রোশান, এবিএম সুমন, রেদওয়ান রনি, তানিম রহমান অংশু, পরিচালক অনম বিশ্বাস, আব্দুল আজিজ, বিপ্লব সাহা, মৌ, মিথিলা, অপি করিম, বন্যা মির্জা, বাঁধন, মিম, শবনম ফারিয়া, জ্যোতিকা জ্যোতি, পূজা চেরী, রাজ রিপা, মুন, সহ শোবিজের অনেক শিল্পী, নির্মাতা।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *