Home / মিডিয়া নিউজ / দাম্পত্য কিন্তু টি-টোয়েন্টি না, টেস্ট ম্যাচ : মোশাররফ করিম

দাম্পত্য কিন্তু টি-টোয়েন্টি না, টেস্ট ম্যাচ : মোশাররফ করিম

দাম্পত্যকে টি-টোয়েন্টি ভাবলে ভুল করবেন, এটা হলো টেস্ট ম্যাচ। বুঝেশুনে খেলতে হয়। তাহলেই

মাঠে টিকে থাকতে পারবেন।\\\’ বললেন মোশাররফ করিম। দেশের ছোট ও বড় পর্দার জনপ্রিয় এই

অভিনেতার আজ বিবাহবার্ষিকী। ২০০৪ সালে ছোট পর্দার এ সময়ের আরেক তারকা রোবেনা রেজা

জুঁইকে বিয়ে করেন তিনি। আজ রোববার সকালে শুভেচ্ছা জানাতেই বললেন, \\\’দেখতে দেখতে

১৪ বছর হয়ে গেল। কোথা দিয়ে সময় চলে যায়, টেরই পাইনি। মনে হয়, এই তো সেদিনের গল্প।\\\’ মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই

মোশাররফ করিম জানালেন, বিয়ের চার বছর আগে জুঁইয়ের সঙ্গে তাঁর পরিচয়, এরপর প্রেম এবং বিয়ে। আর দশজনের প্রেমের ক্ষেত্রে যেমনটা হয়, তাঁদের জীবনেও এর ব্যতিক্রম হয়নি। শুরুতে দুজনের পরিবারই মেনে নিতে পারেনি। তবে একসময় সবকিছু স্বাভাবিক হয়ে যায়। বিয়ে হয়। সেই দিনগুলোর কথা মনে করে বললেন, \\\’আমাদের আসলে কোনো গল্প নেই। খুব সাদামাটা। তাই বড় করে বলার কিছু নেই। তখন তো আমাকে বাইরের কেউ চিনত না। টিভি নাটকে টুকটাক অভিনয় করেছি, তবে বেশি কাজ করেছি মঞ্চে।

মোশাররফ করিমের সঙ্গে রোবেনা রেজা জুঁইয়ের সেলফি মোশাররফ করিম আজ সারা দিন বাসাতেই আছেন। বাইরের কোনো কাজ রাখেননি। স্ত্রী জুঁই, ছেলে রায়ান আর পরিবারের অন্য সবার সঙ্গে কাটাচ্ছেন দিনটি। রোবেনা রেজা জুঁই এখন ছোট পর্দার ব্যস্ত তারকা। স্ত্রীকে নিয়ে বললেন, \\\’ও খুব ভালো মেয়ে। অসাধারণ স্ত্রী।\\\’

কথা হলো জুঁইয়ের সঙ্গে। আজ তিনি খুব আনন্দে আছেন। শুভেচ্ছা জানাতেই খুশি হলেন। ধন্যবাদ জানিয়ে বললেন, \\\’সেই প্রথম দিনটির মতো আমাদের ভালোবাসা এখনো অটুট আছে। আর তা সম্ভব হয়েছে ওর সততার কারণে। আমাদের সম্পর্কের ব্যাপারে ও খুব সৎ।\\\’ ছেলে রায়ানের সঙ্গে মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই

জুঁই জানালেন, তখনো তিনি অভিনয় শুরু করেননি। পড়াশোনা নিয়ে ব্যস্ত। আর ব্যস্ততা সংসার নিয়ে। শুটিংয়ের জন্য মোশাররফ করিমকে যদি দূরে কোথাও যেতে হতো, তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে যেতেন। বলতেন, \\\’চলো আমার সঙ্গে।\\\’ স্বামীর এমন আদরমাখা আমন্ত্রণ ফেলতে পারতেন না জুঁই। বাসা আর নিজের সব কাজ গুছিয়ে রওনা হতেন স্বামীর সঙ্গে। গাজীপুরের রাজবাগানে রওনক হাসানের \\\’বিবাহ হবে\\\’ ধারাবাহিক নাটকের শুটিংয়ে মোশাররফ করিম ও জুঁই

মোশাররফ করিমের সঙ্গে অনেক নাটকের শুটিংয়ে গিয়েছেন জুঁই। বললেন, \\\’বুঝতে পারছি, ও আমার সঙ্গে সময় কাটাতে চায়। আমিও ওর এই ভালোবাসাকে সম্মান জানিয়েছি। ও নিজের কাজের বাইরে যতটুকু সময় পায়, তার পুরোটাই আমাদের দেয়। এই সময়টা আমরা একসঙ্গে উপভোগ করি। প্রেমের দিনগুলো ছিল এক রকম, বিবাহিত জীবন একেবারে অন্য রকম।\\\’ স্বামীর সঙ্গে শুটিং স্পটে যাওয়ার পর একসময় নাটকে অভিনয়ের ব্যাপারে আগ্রহী হন জুঁই। স্ত্রীর আগ্রহকে মোটেও ছোট করে দেখেননি মোশাররফ করিম। শ্রদ্ধা জানিয়েছেন। উৎসাহ দিয়েছেন। আজ বললেন, \\\’জুঁই কিন্তু খুব ভালো অভিনয় করে।\\\’

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *