Home / মিডিয়া নিউজ / রুনা লায়লার প্রশংসা করে যা বললেন বলিউডের আয়ুষ্মান খুরানা

রুনা লায়লার প্রশংসা করে যা বললেন বলিউডের আয়ুষ্মান খুরানা

ভারতের স্বনামধন্য অনেক তারকা কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার ভক্তের তালিকায় রয়েছেন।

আর সেই তালিকায় এবার যুক্ত হলেন এ প্রজন্মের তারকা আয়ুষ্মান খুরানা। রুনা লায়লার

প্রশংসার পাশাপাশি সম্প্রতি নিজের ফেসবুক পেজে তার গাওয়া একটি গান শেয়ার করেছেন তিনি।

আয়ুষ্মান তার ভেরিফায়েড ফেসবুক পেজে রুনার গাওয়া বিখ্যাত গান ’ও মেরা বাবু…ম্যায় তো নাচুঙ্গি’ গানটি শেয়ার করেছেন। এই গান অবশ্য বলিউডে রুনার গাওয়া অন্যতম জনপ্রিয় গান।

শেয়ারের পাশাপাশি ক্যাপশনে এই গান এবং রুনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে আয়ুষ্মান লিখেছেন, ’প্রিয় শ্রোতারা, এই গানটি শুনুন। কী অসাধারণ ঢোল আর গিটারের মূর্ছনা। এই গানটি কিংবদন্তি রুনা লায়লার।’

’ভিকি ডোনার’ ছবির মাধ্যমে ২০১২ সালে বলিউডে অভিষেক হওয়া এই তারকা নিজেও গান করেন। তার গাওয়া গান ’পানি দা রং’

(ভিকি ডোনার), ’সাড্ডি গালি’ ও ’তু হি তু’ (নৌটঙ্কি সালা) গুলো হয়েছে বেশ প্রশংসিত। তাই নায়কের পাশাপাশি গায়ক হিসাবেও রয়েছে তার জনপ্রিয়তা।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *