





’তু মেরি জিন্দগি হ্যায়’— ১৯৯০ সালে ’আশিকি’ ছবির এই গানেই শ্রোতাদের মন জয় করেছিলেন






কেদারনাথ ভট্টাচার্য ওরফে কুমার শানু। পরে আর ফিরে তাকাননি এই কন্ঠশিল্পী। আড়াই দশক






বলিউড মাতানো এই শিল্পীকে দেখা যায় নানা রিয়্যালিটি শো’র বিচারক হিসেবে। এবং সম্প্রতি
এমনই এক অনুষ্ঠানে কুমার শানু জানিয়েছেন জীবনের এক গোপন কথা।
এবেলা জানায়, ২০০১ সালে এক কন্যাসন্তান দত্তক নিয়েছিলেন কুমার শানু। কিন্তু ’সমাজের ভয়ে’ সে কথা এ যাবৎ প্রকাশ করেননি তিনি। তবে, এখন আর কোনো দ্বিধা নেই, জানিয়েছেন শিল্পী।
মেয়ে শ্যাননের জন্য তিনি ’গর্বিত’।
কুমার শানু জানান যে, শ্যানন নিজেও একজন গায়িকা। সম্প্রতি তার প্রথম অ্যালবাম ’আ লং টাইম’ মুক্তি পেয়েছে। এবং তা প্রযোজনা করেছেন আন্তর্জাতিক গায়ক জাস্টিন বিবারের সহযোগী জেসন বয়েড, যিনি ’পু বি’ নামে পরিচিত।