





আশিকুর রহমান পরিচালিত \’সুপার হিরো\’র টিজার দেখে দারুণ আপ্লুত ছোট ও বড়পর্দার






অভিনেতা সিয়াম আহমেদ। সিনেমাটিতে শাকিব খানের উপস্থাপন তার পছন্দ হয়েছে। এ প্রসঙ্গে সিয়াম






বলেন, \’শাকিব ভাই পরিবর্তন হলে আমাদের ইন্ডাস্ট্রির পরিবর্তন ঘটবে।\’ ঈদুল ফিতরে বড়পর্দায়






অভিষেক হতে যাওয়া এ নায়ক ফেসবুকের বাংলা চলচ্চিত্র গ্রুপে এক পোস্টে এ কথা বলেন।
সিয়াম লেখেন, \”সুপার হিরো\’র টিজার দেখলাম। আমি অনেকদিন পর ভালো কোনো বাংলাদেশি সিনেমার টিজার দেখলাম। আশিকুর রহমান ভাইকে ধন্যবাদ শাকিব ভাইকে অসাধারণভাবে উপস্থাপন করার জন্য।\”
আরো লেখেন, \”শাকিব ভাই আমাদের দেশের সম্পদ। তাকে নিয়ে অনেকে অনেক অভিযোগ করেন। কিন্তু এর পেছনের কারণ আমরা অনেকেই খুঁজে দেখিনি। হয়তো আমরা এর জন্য কিছুটা হলেও দায়ী। আমরা তাকে তার সামর্থ্য অনুযায়ী তুলে ধরতে পারিনি। \’সুপার হিরো\’র টিজারে সেই আক্ষেপ কিছুটা হলেও ঘুচেছে। এ ধরনের সিনেমা হলে আমরা ইয়াং জেনারেশন লাভবান হবো অনেক। যারা ফিল্মকে ভালোবেসে নতুন কিছু করার স্বপ্ন দেখছি। শাকিব ভাই পরিবর্তন হলে আমাদের ইন্ডাস্ট্রির পরিবর্তন ঘটবে।\”
শাকিবের জন্য শুভ কামনার পাশাপাশি মুক্তি প্রতিক্ষীত \’পোড়ামন ২\’ নিয়ে সিয়াম বলেন, \”আপনারা জানেন ঈদে \’পোড়ামন-২\’ সিনেমাটিও আসছে। আমরা যারা নতুনরা ইন্ডাস্ট্রিতে অনেক স্বপ্ন নিয়ে কাজ করতে এসেছি তাদের জন্য আপনাদের সহযোগিতা কাম্য। আশা করি ঈদে আসন্ন সবগুলো ছবির পাশে থাকবেন। বাংলা চলচ্চিত্রের জয় হোক। ধন্যবাদ সবাইকে।\”
\’পোড়ামন ২\’ পরিচালনা করেছেন রায়হান রাফি। সিয়ামের বিপরীতে আছেন পূজা।
এদিকে রোববার রাতে ইউটিউবে প্রকাশ হয় \’সুপার হিরো\’র টিজার। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলি।