





পবিত্র মাস, সংযমের মাস ও আত্মশুদ্ধির মাস রমজান। বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষ






সিয়াম সাধনায় ব্রত হয়েছেন। মুসলিম না হয়েও প্রথমদিন রোজা রেখেছিলেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান।






ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন বরুণ। একটি ব্যায়ামাগার থেকে ধারণ করা
ভিডিওতে দেখা যায়, কলঙ্ক সিনেমার জন্য বেশ শারীরিক কসরত করছেন তিনি। ব্যায়ামাগারে তার প্রশিক্ষকসহ অন্যান্য সদস্যরাও প্রথমদিন রোজা রেখেছিলেন।
কলঙ্ক সিনেমাটি পরিচালনা করছেন অভিষেক ভার্মা। এতে বরুণ ধাওয়ান ছাড়া আরো অভিনয় করছেন-সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা,
আদিত্য রয় কাপুর প্রমুখ। এটি যৌথভাবে প্রযোজনা করছেন করন জোহর, সাজিদ নাদিয়াদওয়ালা, হিরু যশ জোহর, অপূর্ব মেহতা ও ফক্স স্টার স্টুডিওস। আগামী বছরের ১৯ এপ্রিল সিনেমাটি মুক্তির কথা রয়েছে।