





যাত্রাপালায় বিষধর সাপ নিয়ে অভিনয়ের সময় সাপের ছোবলে মঞ্চেই মৃত্যু হল অভিনেত্রীর।






পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হাসনাবাদের বরুণহাটে এ ঘটনা ঘটেছে।






বরুণহাটের বাসিন্দা মনোরঞ্জন দাসের বাড়িতে প্রতিবছর ’মনসামঙ্গল’ যাত্রাপালার আয়োজন করা হয়।






তবে প্রতিবার এ যাত্রাপালায় প্লাস্টিকের সাপ ব্যবহার করা হয়। কিন্তু এবার দর্শকদের চমক দিতে অভিনেত্রী কালিদাসী মণ্ডলের হাতে তুলে দেওয়া হয় একটি বিষধর সাপ। সেই সাপ হাতে নিয়েই অভিনয় করতে থাকেন অভিনেত্রী কালিদাসী।
স্থানীয়রা জানিয়েছেন, যাত্রাপালায় বিষধর সাপ দুটিকে নিয়ে আসে এক ওঝা। প্রায় ৪০০০ হাজার টাকা দিয়ে নিয়ে আসা হয় সাপ দুটি। সাপ হাতে অভিনয়ের সময় অভিনেত্রীর হাতে ছোবল দেয় সাপটি। এরপরে মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়েন কালিদাসী মণ্ডল।
এদিকে সাপে কামড়ানোর পরেও কালিদাসী মণ্ডলকে কোনো স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়নি বলেও অভিযোগ পাওয়া যায়। ওই মঞ্চের উপরই ৪ ঘণ্টা ধরে চলে ওঝার ঝাড়ফুঁক।
বিষক্রিয়ায় ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়েন কালিদাসী। শেষে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
চিকিৎসক জানান, অভিনেত্রী কালিদাসীকে আগে নিয়ে এলে হয়তো বাঁচানো যেত।