Home / মিডিয়া নিউজ / দরজা বন্ধকরে মেয়েদের শুটিং করা হয়েছে: মুনমুন

দরজা বন্ধকরে মেয়েদের শুটিং করা হয়েছে: মুনমুন

’দশ-বারোজন মেয়েকে নিয়ে আউটডোরে গিয়েছেন সিনেমার পরিচালক ও প্রযোজক।

দরজা বন্ধ করে সেসময় মেয়েদের শুটিং করা হয়েছে। এই মেয়েদের যাকেই জিঞ্জেস করি সেই নায়িকা!

পোশাক নিয়ে আমাদের ক্ষোভ ছিলো। যে কারণে আমাদের সঙ্গে চরম দুর্ব্যবহারও করা হয়েছে। তবে পোশাক

নিয়ে আমি কখনও আপোস করিনি।’ কথাগুলো চিত্রনায়িকা মুনমুনের। ’মহিলা হোস্টেল’ সিনেমার দৃশ্য ধারণের বর্ণনা

প্রসঙ্গে এই অভিনেত্রী উল্লেখিত ঘটনার কথা বলেন। মাঝে একটা সময় ঢাকার চলচ্চিত্রে অশ্লীলতা জেঁকে বসেছিল। সে সময় কাটপিস এবং অশ্লীল দৃশ্যের সিনেমা বেশি নির্মাণ করা হতো। ২০০৩ সালে নির্মিত হয় ’মহিলা হোস্টেল’। এ সিনেমায় মুনমুন অভিনয় করেন।

এ প্রসঙ্গে মুনমুন বলেন, ’’মহিলা হোস্টেল’ সিনেমায় কাজ করতে গিয়ে দেখলাম, এক সময় প্রযোজকের সঙ্গে পরিচালকের ঝগড়া লেগে গেলো। আমি ঢাকা ফিরে সিদ্ধান্ত নিলাম ওই সিনেমায় আর কাজ করবো না। কেননা কাজটি করতে গিয়ে আমার খারাপ অভিজ্ঞতা হয়েছে।’

মুনমুন আরো বলেন, ’অশ্লীল সিনেমার নায়িকা হিসেবে আমার কথা বলা হয়। এটা দুঃখজনক। কথা শুনে মনে হয়, অশ্লীল সিনেমার পরিচালক, প্রযোজক আমিই ছিলাম। তাছাড়া আমার গানগুলো এখনও ইউটিউবে আছে। সেখানে কোথাও কিন্তু আমার অশ্লীল দৃশ্য নেই।’

’মহিলা হোস্টেল’ পরিচালনা করেন স্বপন চৌধুরী। মহুয়া মুভিজ প্রযোজিত ও পরিবেশিত এই সিনেমা ২০০৪ সালে মুক্তি পায়। আলেকজান্ডারের বিপরীতে অভিনয় করেন মুনমুন। সিনেমাটিতে আরো অভিনয় করেন ঝুমকা, মেহেদী, ইলিয়াস কোবরাসহ অনেকে।

মুনমুন বর্তমানে কাজের ব্যস্ততা সর্ম্পকে বলেন, ’বেশ কিছু সিনেমার কাজ হাতে নিয়েছি। ’পদ্মার প্রেম’ সিনেমায় অভিনয় করছি। কিছুদিন আগে ’দুই রাজকন্যা’ ও ’কাঁসার থালায় রুপালী চাঁদ’ সিনেমা দুটির কাজ শেষ করেছি।

এছাড়াও ’রাগি’ সিনেমার কাজ করিছ। সামনে ’তোলপাড়’ সিনেমার কাজ শুরু করব।’ ঢাকাই সিনেমায় মুনমুন আলোড়ন তুলেছিলেন মহোনীয় রূপ আর সাহসিকতার গুণে।

১৯৯৬ সালে চলচ্চিত্রে অভিষেক হয় এই চিত্রনায়িকার। ক্যাপ্টেন এহতেশাম পরিচালিত ’মৌমাছি’ সিনেমায় প্রথম কাজ করেন তিনি। সিনেমাটি মুক্তি পায় ১৯৯৭ সালে। এরপর ’টারজান কন্যা’, ’মৃত্যুর মুখে’, ’রাজা’, ’মরণ কামড়’, ’রানী কেন ডাকাত’, ’আজকের সন্ত্রাসী’সহ অসংখ্য সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন। বর্তমান সময়ের দেশসেরা নায়ক শাকিব খানের প্রথম ব্যবসা সফল সিনেমার নায়িকাও মুনমুন। সিনেমাটির নাম ’বিষে ভরা নাগীন’। সূত্র : রাইজিং বিডি

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *