





সাবেক লাক্স তারকা ফারিয়া শাহরিন কিছুদিন আগে গণমাধ্যমে শোবিজ কাস্টিং কাউচ নিয়ে কথা বলেন।






তার বক্তব্যে সরগরম হয়ে ওঠে দেশিয় মিডিয়া। ফারিয়ার পক্ষে ও বিপক্ষে অবস্থান নেন অনেক তারকা






থেকে শুরু করে সাধারণ মানুষ। এবার ফারিয়া একশ্রেণীর বিবাহিত পুরুষদের একহাত নিলেন।






এসব স্বামীর বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করে তাদের ফেসবুক ইনবক্স চেক করার পরামর্শ দিয়েছেন তাদের স্ত্রীদেরকে। সম্প্রতি নিজের ফেসবুক ওয়ালে এসব কথা লিখেন তিনি
ফারিয়া বলেন, যেসব জামাই তাদের বৌদের মন খুশি করার জন্য তারকাদের ফকিন্নি, স্লাট বলে গালি দেন ওই ভদ্রবেশি
জামাই গুলাই আমাদের মতো নাদান দের দিনে ১০ বার নক করে হাই বেবি, হট বেবি, ওয়ান্ট টু সি ইউ বেবি লিখে মেসেজ করেন।
বৌয়ের সাথে চিপকায় ছবি তোলে আই এম দ্য হ্যাপিয়েস্ট ক্যাপশন দিয়ে আমাদের লেখেন আইএম লোনলি। ফারিয়া আর লিখেন,
এরকম স্বামীদের সব বৌদের জন্য একটা অনুরোধ মাঝে মাঝে নিজের হাজবেন্ডের ইনবক্সটা চেক করা দোষের কিছু না, এটা আপনাদের অধিকার। তাই, অন্য মেয়েকে গালি দিতে শুনলে নিজকে বিশ্ব সুন্দরী ভেবে গদ গদ না হয়ে ইউজ ইওর ব্রেইন সামটাইমস।