





সংবাদের শিরোনামে আবারও প্রিয়া প্রকাশ ভারিয়ার। তবে এবার সিনেমার জন্য নয়, বিজ্ঞাপনে






অভিনয় করেছেন তিনি। সেখানেও প্রিয়ার চোখের ইশারার জাদুতে মজেছেন দর্শকরা।






বিজ্ঞাপনটি মুক্তি পেতেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। মালায়ালাম ’ওরু আদার লাভ’
সিনেমার একটি গানের ছোট্ট ক্লিপিংয়ে প্রিয়া রাতারাতি হয়ে উঠেছিলেন ভাইরাল নায়িকা। এবার ছয়টি ভাষায়
প্রকাশিত একটি চকলেট ওয়েফারের বিজ্ঞাপনে অভিনয় করেছেন তিনি। একজন চিয়ারলিডারের ভূমিকায় দেখা গেছে তাকে। এ পর্যন্ত সেই ভিডিও দেখেছেন এক লাখেরও বেশি মানুষ।
২৫ সেকেন্ডের ওই বিজ্ঞাপন ভিডিও দিয়ে দর্শকদের কাবু করেন প্রিয়া
বিজ্ঞাপনটিতে দেখা যায়, মাঠের মধ্যে অনুশীলন করছেন ক্রিকেটাররা। মাঠের বাইরে চিয়ারলিডার প্রিয়া মন দিয়ে চকলেট খেতে ব্যস্ত।
সে সময় একটি বল তার কাছে এলে তিনি তা ফেরত না দিয়ে চকলেট খাওয়াতেই মত্ত রয়ে যান। এরপরই এক ক্রিকেটারের সঙ্গে তার কথোপকথনের সময় চোখ টিপেন প্রিয়া।
সূত্র: এনডিটিভি