Home / মিডিয়া নিউজ / পপির মেকআপ ম্যান ড. মাহফুজুর রহমান!

পপির মেকআপ ম্যান ড. মাহফুজুর রহমান!

এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। বিভিন্ন কারণেই সংবাদের শিরোনাম হয়েছেন তিনি।

এবার আরো একবার সংবাদের শিরোনাম হলেন তিনি। এবার সঙ্গীত শিল্পী নয় বরং মেকআপ ম্যান

হিসেবে দেখা গেলো ড. মাহফুজুর রহমানকে। গত ১৮ মার্চ বিএফডিসিতে এটিএন বাংলার ফ্লোরে

সাদেক সিদ্দিকি পরিচালিত ’সাহসী যোদ্ধার’ নতুন সিনেমার একটি আইটেম গানের শুটিংয়ে অংশ

নিয়েছেন পপি। শুটিং দেখতে এসে কিছুক্ষণ দেখার পর হঠাৎ করে তিনি পপির মেকআপ নিয়ে আপত্তি প্রকাশ করেন। বলে উঠেন মেকাপ কে করেছেন মেকাপ ভালো হয়নি। এর মেকআপ আর্টিস্ট মনির হোসাইন দৌড়ে এসে বলেন স্যার কি করতে হবে। এরপর মেকাপ ম্যান থেকে মেকাপ এর সরঞ্জাম নিয়ে তাকে মেকআপ করা শুরু করেন ড. মাহফুজুর রহমান।

মেকাপ করার সময় মজায় মেতে উঠেন মাহফুজুর রহমান ও পপি। একটা সময় মাহফুজুর রহমান পপিকে বলেন জীবনের প্রথম মেকআপ ম্যান হিসেবে কাজ করেছি। এখানে লজ্জার কিছু নেই। সিনেমা যত ভালো লাগবে তত শ্রোতারা হলে গিয়ে ছবি দেখবে। এই কথা শোনার পর পপি হাসতে হাসতে গানের শুটিংয়ে চলে যান।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *