





জীবনে ঘটে যাওয়া প্রথম উল্লেখযোগ্য ঘটনাগুলো কেউ ভুলতে পারেন না। চিত্রনায়ক ফেরদৌসও






পারেননি। তিনি নাকি বাস্তবে প্রথম প্রেমে পড়ার আগেই রুপালি পর্দার নায়িকাদের প্রেমে পড়েছিলেন।






প্রথম প্রেমের কথা ছাড়াও তাঁর জীবনে ঘটে যাওয়া প্রথম উল্লেখযোগ্য অনেক ঘটনা বলেছেন ফেরদৌস।






প্রথম স্কুল : মানিকগঞ্জের একটি কিন্ডারগার্টেন স্কুল।
প্রথম শিক্ষক : হায়দার স্যার। আমি স্টুডেন্ট হিসেবে ভালো ছিলাম। কখনো রেজাল্ট আমার খারাপ হয়নি। ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত আমার রোল এক থেকে তিনের মধ্যে ছিল। হাই স্কুলেও এক থেকে ১০ রোলের মধ্যেই আমি ছিলাম।
প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র : অন্য ছবির শুটিং আগে করলেও প্রথম মুক্তি পেয়েছে আমার অভিনীত ’হঠাৎ বৃষ্টি’ ছবিটি। ছবিতে আমার পারিশ্রমিক ছিল এক লাখ টাকা। ছবিটির জন্য প্রথমে আমাকে ৭৫ হাজার টাকা দেওয়া হয়েছিল। পরে শুটিং শেষে আমাকে আরো দেওয়া হয় ২৫ হাজার টাকা।
প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা : ’পৃথিবী আমাকে চায় না’ ছবিতে প্রথম ক্যামেরার সামনে আমি দাঁড়িয়েছিলাম। খুব বেশি নার্ভাস ছিলাম না। কারণ ছবির শুটিংয়ের আগে বিবি রাসেলের সঙ্গে অনেক ফ্যাশন শো আমি করেছি। দেশের বাইরে গিয়েও র্যাম্পে হেঁটেছি। তাই প্রথম ক্যামেরায় শট দেওয়ার সময় স্বাভাবিক ছিলাম। শুধু সংলাপ বলতে গিয়ে একটু ভয় লেগেছিল। ছবিতে আমার নায়িকা ছিলেন পরী। মেয়েটি একটি মাত্র ছবিতেই অভিনয় করেছিল। এ ছাড়া ছবিটিতে রিয়াজ ও দিলদার ভাই অভিনয় করেছিলেন।