





বাংলা ছবির ও অন্যতম সুপরিচিত অভিনেতা অনন্ত জলিল। অভিনয়ের পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ীও।






২০১০ সালে ’খোঁজ-দ্যা সার্চ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বাংলা বড় পর্দায় পা রাখেন তিনি। এর পর থেকেই তিনি






দর্শকদের মনের মাঝে জায়গা করে নিতে থাকেন। তবে সম্প্রতি জানা যায়, মুক্তির আগেই আলোচিত অনন্ত






জলিলের ছবি ’দিন দ্য ডে’। কয়েক ধাপে ইরান, তুরস্ক, আফগাননিস্তান সীমান্ত, বাংলাদেশ মিলিয়ে প্রায় শেষের দিকে এ ছবির শুটিং।
তবে তার আগেই গেল শনিবার সাভারে প্রযোজক সমিতির পিকনিকে দেখানো হয়েছে এ ছবির ট্রেলার। দেখে উপস্থিত সবাই অনেক প্রসংশা করেন।
পরে খুশি হয়ে নিজের অফিশিয়াল ফ্যান পেজে এ কথা জানিয়েছিলেন ’মোস্ট ওয়ালেকাম’ ছবির এ নায়ক। অনন্ত জলিল উল্লেখ করেছেন, ’অনেকেই হলিউডের মুভির ট্রেলার ভেবেছে।’
প্রযোজক সমিতির পিকনিকে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। তিনি নিজেও মঞ্চে দাঁড়িয়ে বলেন, অনন্ত ভাইয়ের ছবির ট্রেলার দেখে ভালো লেগেছে। আশা করবো, ছবিটি যেন সুপারহিট হয়।
এ ছবি নিয়ে দেয়া এক সাক্ষাৎকারে অনন্ত জলিল আগেই জানিয়েছেন, আমি যেখানেই যাই, সবার আগে
দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে কিনা সেটা খেয়াল রাখি। ইরানের সাথে যৌথ প্রযোজনার এই ছবিটি করতে গিয়েও সেটা খেয়াল রাখছি। ইরানের কাছে যেনো আমরা ছোট না হই, সেজন্য এই ছবির বিশাল অ্যারেঞ্জমেন্ট আমি করেছি। তারা এটা দেখে মুগ্ধ।
তিনি বলেন, যেহেতু অনেকদিন পর আমার ছবি আসছে, তাই ঠিকভাবে প্রস্তুতি নিয়েই এসেছি। বাকিটা স্ক্রিনে দেখা যাবে।
’দিন দ্য ডে’ ছবির মাধ্যমে প্রথমবার বাংলাদেশের সঙ্গে যৌথ প্রযোজনা ছবি নির্মাণ করছে ইরান। পরিচালনা
করছেন দেশটির নামকরা নির্মাতা মুর্তজা অতাশ জমজম, সঙ্গে থাকছেন অনন্ত জলিলও। ’দিন-দ্য ডে’ ছবির প্রধান উপদেষ্টা ড. মুমিত আল রশিদ বলেন, ছবির ৯০ শতাংশ শুটিং শেষ। তুর্কিতে ১০ শতাংশ শুটিং বাকি। মার্চেই শেষ হবে।
’দিন-দ্য ডে’ ছবির প্রধান উপদেষ্টা ড. মুমিত আল রশিদ আরও জানান, অনন্ত -বর্ষা ছাড়াও ইরান থেকে এ ছবিতে যারা কাজ করেছেন;
পরিচালক, টেকনিক্যাল ক্রুসহ সবাইকে নিয়েই আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে ঢাকা রাজধানীর একটি পাঁচতারা হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। এ সময়ে তিনি আরও বলেন, ঐ দিনই এ সিনেমাটির প্রকাশের তারিখ জানানোপ হবে।