





বাংলা সিনেমার আলোচিত নায়িকা সিমলা, বেশ কিছু সময় ধরে তাকে বাংলা সিনেমায় সেভাবে দেখা যায় না,






বর্তমানে তিনি ভারতের মুম্বাই এ অবস্থান করছেন। মুম্বাইয়ে পাড়ি জমানোর আগে বাংলাদেশের তরুণ






পরিচালক রুবেল আনুশের ’নিষিদ্ধ প্রেমের গল্প’ নামে একটি চলচ্চিত্রের কাজ শেষ করেছেন সিমলা বলিউডের






জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক গোবিন্দের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানের একটি চলচ্চিত্রে অভিনয় করতে চলেছেন।
১০ জুলাই, বুধবার মুম্বাই থেকে সিমলা বাংলাদেশের সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে সিমলা বলেন, ’এর আগে গোবিন্দের সঙ্গে একটি ছবিতে অভিনয় করেছিলাম। সেটি ছিল কলকাতার সামাধি নামের একটি ছবি।
ছবিটি ফ্লপ হয়েছিল। এবারের ছবিটি হবে হিন্দি ভাষায়। চিত্রনাট্যের কাজ এগিয়ে চলছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই শুটিং শুরু হবে।’
এ ছবিতে সিমলা অভিনয় করলেও গোবিন্দ অভিনয় করবেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি। সিমলা জানিয়েছেন, বাংলাদেশি অভিনেত্রী হিসেবে হিন্দি ভাষায় কাজের ক্ষেত্রে ভাষাগত জটিলতা থাকলেও তা দূর করার চেষ্টা করছেন এ নায়িকা।
২০১৮ সালের শুরুর দিক থেকে বাংলাদেশ ছেড়ে ভারতে থিতু হওয়ার চেষ্টা করছেন সিমলা। মুম্বাইয়ের ’সফর’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ছবিটি পরিচালনা করেন বলিউডের তরুণ নির্মাতা অর্পণ রায় চৌধুরী।
সিমলা ম্যাডাম ফুলি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ করেন। এই চলচ্চিত্রে সিমলা ও ফুলি দুটি চরিত্রে অভিনয় করে
তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনিই প্রথম অভিনেত্রী যিনি তার অভিষেক চলচ্চিত্রেই শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।