Home / মিডিয়া নিউজ / অনুদান নিলেও চিকিৎসা করেননি আফজাল শরীফ

অনুদান নিলেও চিকিৎসা করেননি আফজাল শরীফ

চার বছর ধরে মেরুদণ্ড, কোমর ও পায়ের ব্যথায় ভুগছিলেন চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা

আফজাল শরীফ। থেরাপি নিলে কিছুদিন ভালো থাকা হয়। আবার অসুস্থ হয়ে

পড়েন। তাই নিয়মিত শুটিং করতে পারছিলেন না তিনি।

যদিও আফজাল শরীফের চিকিৎসায় প্রধানমন্ত্রী ২০ লাখ টাকা অনুদান দেন। গত বছরের ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নিজ হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন আফজাল শরীফের হাতে।

অনুদান পাওয়ার পর আফজাল শরীফ জানিয়েছিলেন পরের মাসেই ভারতের চেন্নাইয়ে যাবেন চিকিৎসা নিতে। কিন্তু চেন্নাইয়ে যাননি তিনি।

না যাওয়ার কারণ হিসেবে আফজাল শরীফ বলেন, ’শরীর তো আর আগের মতো হবে না। এই শরীর নিয়েই যতটা ভালো থাকা যায় থাকছি। দেশেই নিয়মিত চিকিৎসা নিচ্ছি।

আর এ রোগের ভালো চিকিৎসা খুব একটা নেই। তার পরও ভারতে যাবো। দেখি কবে যাওয়া যায়।’

ঢাকাই ছবির শক্তিমান এই কমেডি অভিনেতার ছোট পর্দায় আত্মপ্রকাশ ১৯৮৮ সালে হুমায়ূন আহমেদ রচিত ও পরিচালিত টিভি ধারাবাহিক ’বহুব্রীহি’তে অভিনয়ের মাধ্যমে।

পরে ১৯৯২ সালে গৌতম ঘোষ পরিচালিত ’পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। কমেডি চরিত্রে অভিনয়ের জন্য তিনি ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *