Home / মিডিয়া নিউজ / লাখ টাকার ঘড়ি চুরির ভয় মিমের

লাখ টাকার ঘড়ি চুরির ভয় মিমের

অভিনয়, মডেলিং বা উপস্থাপনা কোনো কিছুতেই পিছিয়ে নেই বিদ্যা সিনহা মিম। সময়ের জনপ্রিয়

এ অভিনেত্রী অবসরে কী করেন, তার পছন্দ কী বা তার দামি উপহার নিয়ে আগ্রহ পাঠকের।

তবে সব প্রশ্নের উত্তর এক সঙ্গে পাওয়া না গেলেও দামি উপহার নিয়ে নিজের শঙ্কার কথা জানিয়েছেন মিম।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মিম জানান, তার একটি হাত ঘড়িই সবচেয়ে প্রিয়। ঘড়িটি অবশ্য মিমের কেনা না। জন্মদিনে আচমকা উপহার পেয়েছিলেন। তিন বছর আগে উপহারটি দিয়েছিলেন তার মা ও বোন।

মিম অবশ্য জানতেন না ঘড়িটির দাম কত টাকা। জানার পরে রীতিমতো অবাক হয়েছিলেন।

ঘড়িটির দাম কত জানতে চাইলে মিম ধারণা দিয়ে বলেন, প্রায় ২০টি আইফোন কেনা যাবে এই ঘড়ির দাম দিয়ে! অর্থাৎ ঘড়িটির দাম প্রায় ২০ লাখ টাকা।

তবে ঘড়িটি মিম সব সময় ব্যবহার করেন না। বড় বড় অনুষ্ঠান বা উৎসবে পরেন। আবার সযত্নে তুলে রাখেন বিশেষ লকারে।

এর আগে বিশ্বখ্যাত ডিজাইনার ব্র্যান্ড মাইকেল করসের তিনটি দামি হাতঘড়ির দুটোই চুরি হয়ে গিয়েছিল। সেই শিক্ষা থেকেই রোলাক্সের প্রিয় ঘড়িটি লকারে বন্ধ করে রাখেন মিম।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *