Home / মিডিয়া নিউজ / আমার মতো গার্লফ্রেন্ড থাকলে অন্য কোথাও যাওয়ার দরকার হয় না

আমার মতো গার্লফ্রেন্ড থাকলে অন্য কোথাও যাওয়ার দরকার হয় না

বর্তমান সময়ে কলকাতার যেকজন নায়িকা আছে তাদের মধ্যে অন্যতম কৌশানি।

যিনি অল্প সময়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। এবার পূজোতে তার দুটি ছবি ’হইচই আনলিমিটেড’ অন্যটা

’গার্লফ্রেন্ড’ । এ দুটি সিনেমায় কৌশানি অভিনয় করেছেন দেব ও বনির বিপরীতে। ছবি দুটি

নিয়ে কলকাতার একটি সংবাদ মাধ্যমে কথা বলার পাশাপাশি কথা বলেছেন তার ব্যক্তিগত জীবন নিয়েও।

এসময় এই নায়িকা জানান, তিনি নাকি বনির ৪১ তম গার্লফ্রেন্ড। এর আগে নাকি বনি সেনগুপ্তের আরও ৪০ টি গার্লফেন্ড ছিল।

বনির যে এতজন গার্লফ্রেন্ড তাতে কৌশানির কোন সমস্যা ছিল কিনা তা নিয়ে বলেন, আমি যবে থেকে বনির জীবনে এসেছি, আমার মনে হয় না ও আর কিছুতে ইন্টারেস্টেড। দেখুন, কারও সঙ্গে কথা বলল বা ছুঁকছুঁকানি যদি থাকেও আমার সমস্যা নেই। আমি ওপেন মাইন্ডেড। কিন্তু আমাকে যেন সব কিছু ইনফর্ম করে দেয়।

তিনি আরও বলেন, বনির কিছু খবর আমার কানে এসেছে। কিন্তু সেটা খবরই। আসলে আমাদের বিশ্বাসের জায়গাটা খুব স্ট্রং। আমার মতো গার্লফ্রেন্ড কারও জীবনে থাকলে তার আর অন্য কারও কাছে যাওয়ার দরকার পড়ে না। কারণ ওর আর আমার লাইফে যা যা মিসিং ছিল, সেগুলো ব্যালেন্স হয়েছে বলেই আমরা একসঙ্গে রয়েছি।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *