





গ্ল্যাম দুনিয়া বলিউডে সম্পর্কের উত্থান-পতন নিত্য নৈমিত্তিক ব্যাপার। আর সম্পর্ক তলানিতে ঠেকলে






সেই চিড় বহুবার প্রকাশ্যেও চলে আসে। এমনটা বহু সেলিব্রিটির সঙ্গেই হয়েছে। হৃতিক-সুজান থেকে আর্জুন রামপাল-






মেহরের বিচ্ছেদ, এরকম বহু অধ্যায় ঘিরে বহুবার বলিউডের অলিতে-গলিতে নানা কানাঘুষো উঠে এসেছে। তবে সব কিছু পেছনে ফেলেই নাকি সমান তালে এগিয়ে চলেছে শাহরুখ-গৌরীর সম্পর্ক। সত্যিই কি তাই? মন্নত-এ কেমন ঘর-সংসার করছেন তাঁরা? কী বলছেন গৌরী? টক-মিষ্টি দাম্পত্য
টক-মিষ্টি আচারের মতোই নাকি দারুণ টেস্টি তাঁদের সম্পর্ক, গৌরী বলছেন। সেই সঙ্গে এটাও বলেছেন, ’সবার দাম্পত্যেই সমস্যা থাকে। আমার মনে হয়, আমি সব সুখ পেয়েছি। সুন্দর ছেলে মেয়ে পেয়েছি। যখন যা চেয়েছি তাই পেয়েছি। যেখানে ইচ্ছে বেড়াতে যেতে পারি। যা ইচ্ছে তাই পেয়েছি…। তাই খারাপ সময় মনে রাখিনি।’ কান পাতলেই গুণগুণ!
বহুবার শাহরুখ ও গৌরীর সম্পর্ক ঘিরে বিভিন্ন সময়ে নানা গুঞ্জন উঠে এসেছে। এ নিয়েও শাহরুখ ঘরনির স্ট্রেট ব্যাটিং, ’সকলেই সকলের ব্যাপারে গসিপ করে। আসলে ভুলে যান, যাঁরা আজ গসিপ করছেন, তাঁদের নিয়েও কোনও সময়ে গসিপ হয়েছে। শাহরুখ আমার ওপর নির্ভরশীল…. আমি নই!
গৌরী বলেছেন, গত ৩ বছরে তিনি এতটাই ব্যস্ত ছিলেন যে শাহরুখকে নিয়ে তৈরি বিতর্কে কান দেওয়ার সময়ও পাননি! শাহরুখ তাঁর প্রতি প্রচণ্ড পজেসিভ, কিন্তু তিনি নাকি শাহরুখের ওপর নির্ভর করেন না! এবিষয়ে গৌরীর সোজাসাপটা মন্তব্য, ’আমি কারোর ওপর নির্ভর করি না। স্বামী, সন্তান— কেউ নয়।’