





বিনোদন: শৈশবের আর্থিক দৈন্যদশা কাটিয়ে উঠে বলিউডের রুপালি পর্দা কাঁপিয়েছেন অনেকে






অভিনেতা-অভিনেত্রীই। রণবীরের সিংকে অবশ্য এ কাতারে ফেলা যায় না। কিন্তু সম্প্রতি






’বাজিরাও মাস্তানি’ খ্যাত এ অভিনেতা এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে হাসির খোরাকে পরিণত হয়েছেন।






ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এক সাক্ষাৎকারে রণবীর সিংহ দাবি করেন, শৈশবে তার পরিবার বিশেষ অর্থশালী ছিল না। তাই বেড়ানোর জন্য তারা শুধু যেতে পারতেন সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও আমেরিকা!
সাক্ষাৎকারে রণবীর সিং আরও বলেন, তার পরিবারের হাতে বিদেশে বেড়াতে যাওয়ার মতো পয়সা ছিল না। তাই প্রতি গরমের ছুটিতে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর বা ইতালি যেতে বাধ্য হতেন তারা। তবে সব থেকে বেশি যেতেন আমেরিকা, বহু আত্মীয় ওখানে থাকতেন। আর ডিসেম্বরে প্রতি বছর দাদু ঠাকুমার সঙ্গে গোয়ায় যাওয়া বাধ্যতামূলক ছিল।
এ সাক্ষাৎকারের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঠাট্টা ধেয়ে আসছে রণবীর সিংকে উদ্দেশ্য করে। সকলে জানতে চাইছেন, রণবীরের কাছে গরিবের সংজ্ঞাটা কী? টুইটার ব্যবহারকারীরা হ্যাশট্যাগ #ইয়োরণবীরসোপুওর দিয়ে মজা করতেও ছাড়ছেন না অনেকে।
কেউ আবার মন্তব্য করেছেন, ৯০-এর দশকে যে পরিবার নিয়মিত বিদেশে ছুটি কাটাতে যেত, তারা যদি গরিব হয়, তাহলে দেশের ৬৫ শতাংশ জনগোষ্ঠীর আর্থিক অবস্থা সম্পর্কে নতুন বিশেষণের প্রয়োজন হবে।