





কয়েক বছর আগে চলচ্চিত্রাঙ্গন থেকে বিদায় নিয়ে ধর্ম কর্মে মনোনিবেশ করেন নাজনীন আক্তার হ্যাপি।






নিজের নাম বদল করে রাখেন আমাতুল্লাহ। হ্যাপির দৃষ্টিতে ইতিবাচক জীবনের এই পরিবর্তন বিষয়ে






’হ্যাপি থেকে আমাতুল্লাহ’ নামক একটি সাক্ষাৎকারগ্রন্থ বের করেছিলেন তিনি। প্রকাশনা প্রতিষ্ঠান ছিল






’মাকতাবাতুল আজহার’। বইটি বেশ পাঠক সাড়া পাওয়ায় আমাতুল্লাহ তথা নাজনীন আক্তার হ্যাপি পুনরায়
চলে আসেন মিডিয়ার বিনোদন পাতার শীর্ষে। তাকে নিয়ে মিডিয়ার এই টানা-হেঁচড়ায় তার কোনো আপত্তি না থাকলেও, তিনি আপত্তি তুলেছেন অন্য একটি বিষয়ে। সেটি হচ্ছে তার বিয়ে। তার ফেসবুক আইডি থেকে জানা গেছে, অনেকেই তার বিয়ের জন্য চিন্তিত, অনেকে নানা রকম জল্পনা কল্পনা করছেন। কেউ আবার গোপনে বিয়ে করার গুজব ছড়াচ্ছেন। এসব বিষয়ে বিরক্ত প্রকাশ করেছেন হ্যাপি তথা আমাতুল্লাহ।
শুক্রবার (৪ মে) দিনের শুরুতে হ্যাপি তার ফেসবুকে লিখেছেন, ’অনেকে আমার বিয়ে নিয়ে খুব চিন্তা ফিকির করছেন! অনেকে নানা রকম কল্পনা-জল্পনা করছেন! কেউ কেউ বলছেন গোপনে বিয়ে করেছি, কেউ কেউ বলছেন বিয়ে করতে যাচ্ছি, কেউ আবার পারলে আমাকে এখনই বিয়ে দিয়ে দেন! আপনাদের বানানো নানারকম সব গল্পে সত্যিই আমি বিরক্ত!
’সবার উদ্দ্যেশ্যে বলছি। আমার বিয়ে নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই। আমি সম্পূর্ণ মনোযোগ পড়াশোনায় দিতে চাই। এখন ’মিজান জামাতে’ পড়াশুনা করছি আলহামদুলিল্লাহ! নিয়ত আছে আলেমা হওয়ার, ইফতা পড়ার, যদি আল্লাহ কবুল করেন! আমার জন্য দোয়া করবেন। আশা করি সবার উত্তর পেয়ে গেছেন।’
ইতোপূর্বে একবার হ্যাপির আইডি হ্যাক হয়ে বিয়ের গুজব ছড়িয়েছিল। পরে হ্যাপি আরেকটি স্ট্যাটাস দিয়ে তার বিয়ে না হওয়ার কথা জানান।