Home / মিডিয়া নিউজ / ‘এই ভালোবাসার কি নাম দেব জানিনা, মন খারাপ হয়ে গেল’

‘এই ভালোবাসার কি নাম দেব জানিনা, মন খারাপ হয়ে গেল’

বাংলা ভাষাভাষি মানুষের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে তারুণ্যমাখা ব্যান্ড দল চিরকুট।

দেশে ও দেশের বাইরে বাঙালি তরুণদের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা তাদের। প্রবাসী বাঙালিদের

মাঝে একটি কনসার্টের অংশ নিতে শুক্রবার মালয়েশিয়া উড়াল দিয়েছে দলটি।

আর সেখানেও পাওয়া গেল তাদের প্রতি মানুষের ভালোবাসার কিছু নজির!

দেশে ও দেশের বাইরে নিয়মিত স্টেজ শো করে বেড়ানো দল চিরকুট। গেল সপ্তাহে ময়মনসিংহবাসীকে মাতিয়ে আসার পর শুক্রবার মালয়েশিয়া গেল দলটি। কারণ সেখানে শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে প্রবাসী বাঙালিরা আনন্দের সঙ্গে বৈশাখী উৎসব পালন করবেন। সেই অনুষ্ঠান মাতাতে বাংলাদেশ থেকে ব্যান্ডদল চিরকুট ছাড়াও অংশ নিয়েছেন কন্ঠশিল্পী সামিনা চৌধুরী, স্বপ্নিল সজীব, ফ্যাশন হাউজ ’বিশ্বরঙ’ এর কর্ণধার বিপ্লব সাহা।

আর মালয়েশিয়া পৌঁছানোর পর বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসী বাঙালিদের কাছ থেকে ভালোবাসা আর উষ্ণ অভ্যর্থনা পাচ্ছে চিরকুট। তারই একটু নিদর্শন যেন ফেসবুকে শেয়ার করলেন চিরকুটের সুমি। শনিবার দুপুরে। মালয়েশিয়ায় বসবাস করেন এমন দুই বাঙালি তরুণ ভক্তকে তুলে ধরলেন নিজের ফেসবুকে। তার মধ্যে একজন একটি দোকানে কাজ করেন, এবং অন্যজন কনস্ট্রাকশনে।

মালয়েশিয়ায় দোকানে কাজ করা আশিক নামের এক তরুণের ছবি দিয়ে চিরকুট ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও ভোকাল শারমিন সুলতানা সুমি লিখেন: ’আপু, আপনি অনেক কষ্ট করেন, এইটা খাবেন। পানি, জুস, চা-এর সাথে গুলায়ে সকাল বিকাল খাবেন। আর এই ফলগুলো পাভেল ভাই, ইমন ভাই, নিরব ভাই, দিদার ভাইকে দিবেন। আপু শুধু আমটা আনতে পারিনি, অনেক দাম’-আশিক। মালেশিয়ায় একটা দোকানে কাজ করে। দোকান থেকে ছুটি নিয়ে এসেছে। কত কাছের মানুষ দূর হতে দেখলাম অথচ কত দূরের মানুষ কত আপন করে ভাবে। এই ভালবাসার কি নাম দেব জানিনা। মন খারাপ হয়ে গেল।

এরপর মোহন নামের আরেক তরুণের সাথে একটি ছবি পোস্ট করে সুমি লিখেন: মোহন ভাই মালেশিয়ায় কন্স্ট্রাকশনের কাজ করেন। প্রিয়জনদের দূরে ফেলে কি অমানবিক পরিশ্রম তাঁদের। তবু দেশের মানুষ দেখলে এই হাসি যেন তাঁর সব দুঃখ ভুলিয়ে দেয়।

জানা গেছে, মালয়েশিয়ায় কনসার্ট শেষে আগামি ২ মে ঢাকায় ফিরবেন তারা।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *